সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি Airtel -এর সিম ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত খারাপ খবর। বন্ধ হয়ে যেতে চলেছে এক জনপ্রিয় রিচার্জ প্ল্যান। আজ রাত ১২টার পর থেকে এয়ারটেলের রিচার্জ পোর্টফোলিও থেকে ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি সরিয়ে ফেলা হবে। অর্থাৎ ২১ আগস্ট থেকে আপনার পকেট থেকে আরও বেশি টাকা খসবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বন্ধ হচ্ছে Airtel -এর এই জনপ্রিয় প্ল্যানটি
এমনিতে জিও সম্প্রতি তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটি চুপচাপ বন্ধ করে দিয়েছে, এরপর ভারতী এয়ারটেলও তাদের জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, বেসরকারি টেলিকম কোম্পানি এয়ারটেলও তাদের ২৪৯ টাকার এন্ট্রি-লেভেল রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিচ্ছে। এই প্রিপেইড প্ল্যানে, কোম্পানিটি হাই-স্পিড ইন্টারনেট, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস সহ অনেক সুবিধা দিচ্ছিল।
এখন গ্রাহকদের এই সুবিধাগুলির জন্য একটু বেশি টাকা দিতে হবে। Airtel Thanks অ্যাপের একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে এই প্ল্যানটি ২০ আগস্ট, ২০২৫ রাত ১২:০০ টা থেকে আর পাওয়া যাবে না। এয়ারটেল জানিয়েছে যে ২০ আগস্ট, ২০২৫ রাত ১২:০০ টা থেকে ২৪৯ টাকার রিচার্জ বন্ধ করে দেওয়া হবে। আসলে, এই ২৪৯ টাকার প্ল্যানটি কম বৈধতার মধ্যেও ডেটা সুবিধা এবং কলিং সুবিধা প্রদান করছে। আপনাকে জানিয়ে রাখি যে এটি গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটি ছিল। যদিও এয়ারটেল এখনও বন্ধ করা প্ল্যানের কোনও সরাসরি বিকল্প ঘোষণা করেনি।
এখন আপনাকে ৫০ টাকা বেশি দিতে হবে
২৪৯ টাকার প্ল্যান বন্ধ করার পর, ব্যবহারকারীদের এখন ৫০ টাকা বেশি দিতে হবে এবং ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি বেছে নিতে হবে। এই প্ল্যানটি এখন এয়ারটেলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যান হয়ে উঠেছে যা দৈনিক হাই-স্পিড ইন্টারনেট, আনলিমিটেড কল এবং অন্যান্য অনেক সুবিধা প্রদান করে। অর্থাৎ একই পরিষেবা মিলবে কিন্তু বেশি টাকা দিতে হবে।