Jio-র সিম থাকলে জাতীয় সড়কে এড়ানো যাবে দুর্ঘটনা! NHAI-র সাথে বিরাট চুক্তি আম্বানির

Reliance Jio With NHAI

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এবার বিরাট পদক্ষেপ নিল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে এক চুক্তি (Reliance Jio With NHAI) স্বাক্ষর করে জাতীয় সড়ক জুড়ে তারা চালু করতে চলেছে টেলিকম ভিত্তিক সেফটি এলার্ট সিস্টেম। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হবে সড়ক দুর্ঘটনা কমানো, এবং ড্রাইভারদের রিয়েল টাইম সতর্কবার্তা পৌঁছে দেওয়া। পাশাপাশি যাত্রাপথকে আরও নিরাপদ করে তোলা হবে এই পদক্ষেপের মাধ্যমে।

কীভাবে কাজ করবে এই সিস্টেম?

ডিএনএ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে জিও 4G এবং 5G নেটওয়ার্কের সাহায্যেই হাইওয়ে ব্যবহারকারীদের মোবাইলে আগে থেকেই সতর্কবার্তা পাঠানো হবে। অর্থাৎ, আপনি যদি জাতীয় সড়কে গাড়ি চালালে সামনে কোনও দুর্ঘটনাপ্রবণ এলাকা বা কুয়াশায় ঢাকা জায়গা আসে, তাহলে আপনার ফোনে আগে থেকেই নোটিফিকেশন আসবে। সেক্ষেত্রে এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ বা হাই-প্রায়োরিটি কলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে।

মূলত অ্যাক্সিডেন্ট জোন, কুয়াশাচ্ছন্ন থাকা এলাকা বা জরুরী ডাইভারশন কিংবা রাস্তা জুড়ে ছুটে বেড়ানো পশুপাখির এলাকা, এমনকি অন্যান্য ঝুঁকিপূর্ণ স্পটে এই অ্যালার্ট পাওয়া যাবে। আর এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে এবং জাতীয় সড়কের আশেপাশে উপস্থিত সমস্ত জিও ব্যবহারকারীদের ফোনে বিশেষ সতর্কবার্তা পৌঁছবে। এর জন্য কোনও অতিরিক্ত ডিভাইসও লাগবে না। জিওর বৃহৎ নেটওয়ার্ক এই প্রকল্পকে আরওঁ শক্তিশালী করবে বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ফের অনিল আম্বানির ১১২০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি!

রাজমার্গযাত্রা অ্যাপে যুক্ত হবে সিস্টেম

প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে, ধাপে ধাপে এই সিস্টেম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপে যুক্ত করা হবে। পাশাপাশি এমারজেন্সি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ১০৩৩। কোনওরকম সমস্যায় পড়লেই এই নম্বরে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নেওয়া যাবে। এমনকি ভবিষ্যতে অন্য কোনও টেলিকম কোম্পানির সঙ্গেও একই রকম সহযোগিতার পথে হাঁটতে পারে কর্তৃপক্ষ। এমনটাই আশাবাদী ওয়াকিবহাল মহল।

Leave a Comment