বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে ভোডাফোন আইডিয়া ও সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL এর প্রভাব থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel কিন্তু নিজের প্রতিদ্বন্ধী মনে করে শুধুমাত্র রিলায়েন্স Jio-কেই। মূলত সেই কারণেই বছরের বিভিন্ন সময়ে আম্বানি সংস্থার সাথে পাল্লা দিয়ে নানান অত্যাধুনিক সব রিচার্জ প্ল্যান বাজারে আনার পাশাপাশি দামেও কাটছাঁট করে ভারতী Airtel।
সদ্য সেই পথেই হেঁটেছে সংস্থাটি। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, Airtel তাদের 5G আনলিমিটেড প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলত, এবার থেকে আর গ্রাহকদের অতিরিক্ত অর্থ খরচ করে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করতে হবে না। কিন্তু কত টাকা কমল দাম? কোন প্ল্যানেরই বা দাম কমাল Airtel? রইল সব।
Airtel-এর এই প্ল্যান এখন অনেকটাই সস্তা
রিপোর্ট অনুযায়ী, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel তাদের 28 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম 379 টাকা থেকে কমিয়ে 349 টাকা করেছে। অর্থাৎ এবার থেকে পছন্দের রিচার্জ প্ল্যানটি 30 টাকা কমে কিনতে পারবেন গ্রাহকরা।
Airtel 349 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা
বলে রাখি, 30 টাকা কমে বিক্রি হওয়া Airtel এর 349 টাকার 5G আনলিমিটেড রিচার্জ প্ল্যানটিতে 28 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 100 SMS, আনলিমিটেড কলিং, দৈনিক 2GB করে ডেটা সহ Airtel Xstream এর সাবস্ক্রিপশন সহ 10টি OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানেই রয়েছে ফ্রি হ্যালো টিউন সহ ইন বিল্ট AI চালিত স্ক্যাম ডিটেকশন ফিচার্সও।
অবশ্যই পড়ুন: পহেলগাঁও হামলার পর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, সম্মুখ সমরে নীরজ-আরশাদ
Airtel-এর গ্রাহক বাঁচানো প্ল্যান
বলে রাখি, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel গ্রাহকদের পকেটের কথা চিন্তা করে 200 টাকারও কম খরচে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে গ্রাহকরা 21 দিনের বৈধতা যুক্ত 300 SMS, আনলিমিটেড কলিং সহ মোট 1GB ডেটা পেয়ে যাবেন। দামের প্রসঙ্গে কথা বলতে গেলে, মাত্র 189 টাকায় পেয়ে যাবেন এই দুর্ধর্ষ রিচার্জ প্ল্যানটি।