‘KKR আমার জীবন বদলে দিয়েছে’, IPL এর আগেই অকপট বৈভব আরোরা

Vaibhav Arora On KKR know about his success story

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “KKR আমার জীবন বদলে দিয়েছে…” সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটা বললেন, ভারতের তারকা পেসার তথা নাইট স্টার বৈভব আরোরা (Vaibhav Arora On KKR)। হিমাচল প্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটারের জীবন সংগ্রাম সম্পর্কে কমবেশি অভিহিত প্রায় সকল নাইট ভক্ত। পরিবারের আর্থিক অনটনকে সঙ্গে নিয়ে ক্রিকেটে আসা হতো না যদি না ছেলেবেলার কোচ রবি কুমার বর্মা তাঁর পাশে দাঁড়াতেন। বেশ কয়েকবার ক্যামেরার মুখোমুখি হয়ে নিজের জীবন প্রসঙ্গে অকপট হয়েছেন আরোরা। এবার মুখ খুললেন প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স নিয়ে।

KKR নিয়ে মুখ খুললেন বৈভব

ছেলেবেলার কোচ রবি কুমার বর্মা একবার বলেছিলেন, আর্থিক সমস্যা থাকলে চিন্তা নেই বৈভব তুমি চন্ডিগড়ে এসে আমাদের অ্যাকাডেমিতে অনুশীলন করো। সেখান থেকেই হোস্টেল ফি থেকে শুরু করে খাবারের খরচ এমনকি মাসে মাসে ভারতীয় তারকার হাতে পারিবারিক খরচের টাকাও গুঁজে দিতেন কোচ রবি। সেবার একেবারে ত্রাতা হয়ে তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন বলেই আজ ভারতীয় ক্রিকেটে এত নামজস কামিয়েছেন বৈভব। সেটা অবশ্য ভুলে যাননি KKR তারকা। সময় পেলেই স্মরণ করান সেসব। তবে এবার তাঁর জীবনে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের অবদান কতটা, সেটাই বোঝালেন বৈভব।

ক্রিকেট ডট কমের এক রিপোর্ট অনুযায়ী, সাক্ষাৎকারে দল KKR নিয়ে কথা বলতে গিয়ে বৈভব একেবারে খোলাখুলি জানান, “KKR আমার পরিবারের মতো। আমি আমার IPL কেরিয়ারে যা কিছু অর্জন করেছি এই দলটার কারণেই। আমার মনে আছে, 2021 সালে আমাকে প্রথমবারের মতো বাছাই করা হয়েছিল KKR এ। এই দলটায় ঢুকতেই আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। গত 4-5 বছর ধরে আমি এই দলটার সঙ্গে যুক্ত। আসলে KKR মানে আমার কাছে সবকিছু। এই দল আমার বাবা, মা, পরিবার সব..”

এদিন KKR নিয়ে কথা বলতে বলতে কর্ণধার শাহরুখ প্রসঙ্গেও মুখ খোলেন বৈভব। ভারতীয় তারকাকে বলতে শোনা যায়, “প্রথম দিন যেদিন আমাকে সিলেক্ট করা হয়েছিল সেদিন, প্রথমবারের মতো আমি ভিডিও কলে শাহরুখ স্যারের সাথে কথা বলেছিলাম। যখন তিনি আমার সাথে কথা বলছেন আমি ভাবতেই পারছিলাম না এটা বাস্তবে ঘটছে। সে আমার কাছে আমার নাম জানতে চাইল। আমি পুরো ঘেমে গিয়েছিলাম। কখনও কল্পনাও করতে পারিনি বলিউড তারকার সাথে এভাবে কথা বলব। আমি খুব নার্ভাস ছিলাম সেদিন। তবে শাহরুখ স্যার আমাকে একেবারে শান্ত এবং নম্রভাবে সবকিছু বোঝালেন। নিজের ছোট ভাইয়ের মতো যেন আমাকে একেবারে স্বাগত জানিয়েছিলেন তিনি। সেদিন কখনও ভুলবো না।”

অবশ্যই পড়ুন: ভারতের হারের কারণ, সেই কুইন্টন ডিকক-কে দলে ফিরিয়ে আনতে পারে KKR

প্রসঙ্গত, প্রথমবারের মতো 2021 সালে বৈভব আরোরাকে দলে নিয়েছিল শাহরুখ খানের KKR। এরপর থেকে প্রতিবারই কলকাতার রিটেনশন তালিকায় জায়গা পেয়েছেন তিনি। সেই সাথে বেড়েছে তাঁর বেতনের পরিমাণও। শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে 1.80 কোটি টাকায় রিটেইন করিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। না বললেই নয়, আজ পর্যন্ত KKR এর হয়ে মোট 32টি IPL ম্যাচে অংশ নিয়ে 36টি উইকেট ভেঙেছেন এই ভারতীয় পেসার।

Leave a Comment