KKR এর অধিনায়ক হতে পারেন ভারতীয় টি-টোয়েন্টি দলের এই জনপ্রিয় মুখ!

KKR New Captain For IPL 2026 Indian Star player may take KKR captain position

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর আগে জোর কদমে প্রস্তুতি সারছে সব দল। পুরনো ব্যর্থতাকে সামনে রেখে একাধিক পরিচিত মুখেদের ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। সেই তালিকায় প্রথম দিকেই নাম আসে কলকাতা নাইট রাইডার্সের। গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে KKR। 11 বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে তারা। সেই সাথে বাদ পড়েছেন 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার সহ একাধিক স্টার প্লেয়ার। সেই সূত্রেই 64.3 কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলেছে শাহরুখ খানের দল। আর তার ঠিক আগেই নাইটদের অধিনায়ক (KKR New Captain) হিসেবে উঠে আসছে ভারতীয় টি-টোয়েন্টি দলের এক তারকা ক্রিকেটারের নাম।

KKR এর নতুন অধিনায়ক হতে পারেন ইনি!

গত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে ব্যাট হাতে জ্বলে উঠলেও অধিনায়ক হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে। শুরুর দিকে দলের গঠন বুঝে উঠতে বেশ সমস্যা হচ্ছিল তাঁর। সে কথা নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন রাহানে। তাছাড়াও দলের বোলিং বিভাগকেও সেভাবে পরিচালনা করতে পারেননি তিনি। যার কারণে বেশ কয়েকটি সহজ ম্যাচেও হারতে হয়েছিল KKR কে। অনেকে তো ধরেই নিয়েছিলেন, রিটেনশন তালিকায় থাকবে না রাহানের নাম। তবে সেই পথে হাঁটেনি নাইট ম্যানেজমেন্ট। রাহানেকে ধরে রাখা প্লেয়ারদের তালিকায় জায়গা দিয়েছে সোনালী বেগুনির ম্যানেজমেন্ট। তবে অধিনায়ক হিসেবে কি নিজের আসন ধরে রাখতে পারবেন অজিঙ্কা?

রাহানের অধিনায়কত্ব নিয়ে নতুন করে কোনও বিবৃতি কলকাতা নাইট রাইডার্সের তরফে না এলেও সম্প্রতি জল্পনা বেড়েছে নাইট শিবিরের এক জনপ্রিয় মুখ তথা ভারতীয় টি-টোয়েন্টি দলের দাপুটে ফিনিশার রিঙ্কু সিং নাকি কলকাতার সম্ভাব্য অধিনায়কের তালিকায় এগিয়ে রয়েছেন। বেশ কয়েকটি রিপোর্টেও দাবি করা হচ্ছে, কলকাতা যদি নিলাম থেকে রাহানের বিকল্প কোনও বড় মাপের ক্রিকেটারকে কিনতে না পারে সেক্ষেত্রে ঘরের ছেলে রিঙ্কুকেই দায়িত্ব দিতে পারে KKR ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, IPL 2026 এ রাহানের বদলে শেষ পর্যন্ত যদি রিঙ্কু অধিনায়ক হন, তবে ভারতীয় ক্রিকেটারের পক্ষে তা যথেষ্ট বড় প্রাপ্তি হতে চলেছে তা বলাই যায়।

অবশ্যই পড়ুন: অনিশ্চিত গিল-আইয়ার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ODI-তে আরও দুই স্টারকে পাবে না ভারত

উল্লেখ্য, IPL 2025 এ কেরিয়ারের অন্যতম খারাপ সময় কাটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গত সিজনের পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা আদতেই চ্যাম্পিয়ন। বলাই বাহুল্য, অধিনায়ক রাহানে এবং তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের পথে হেঁটে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকেই যাত্রা শেষ করেছিল KKR। যা নাইট ভক্তদের হতাশার খাতায় চিরকাল লেখা থাকবে।

Leave a Comment