KKR এ আসছেন রোহিত শর্মা? বড় কথা জানাল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

Rohit Sharma KKR MI Opens up About Hitman

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়ক হিসেবেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন রোহিত শর্মা, বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গা ভাসাচ্ছে এমন খবর। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে আসন্ন IPL মরসুমে বন্ধু অভিষেক নায়ারের হাত ধরে KKR এ যোগ দেবেন হিটম্যান। এবার তা নিয়েই মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। ইঙ্গিতে MI জানিয়ে দিয়েছে, KKR এ যাওয়া হচ্ছে না রোহিতের (Rohit Sharma KKR)।

MI তে থাকবেন তো রোহিত?

বহুদিন ধরেই আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রোহিত শর্মা। হিটম্যানের নেতৃত্বেই পাঁচ বার IPL ট্রফি জিতেছে দলটি। যদিও আগেই MI দলে সেনাপতির পদ হারিয়েছেন রোহিত। সম্প্রতি ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর মতোই সেটাও ছিল মহাতারকার কাছে যন্ত্রণার। মাঝে শোনা গিয়েছিল, মুম্বই দলে কোনও পরিবর্তন আনা হলে রোহিতের কাছ থেকে পরামর্শটুকু নেওয়া হয় না। রোহিত ঘনিষ্ঠেদের একাংশের বক্তব্য, মুম্বই ইন্ডিয়ান্সে খুব একটা গুরুত্ব পাচ্ছেন না বিরাট সতীর্থ। আর এই সব ঘটনাকে সামনে রেখে জল্পনা বেড়েছে রোহিতের মুম্বই ছাড়া নিয়ে।

2024 সালে আচমকা রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে MI ম্যানেজমেন্ট। আর তারপর থেকেই ক্ষুব্ধ রোহিতের ভক্তবৃন্দ। এরই মাঝে সম্প্রতি শোনা গিয়েছিল, KKR এ আসতে পারেন রোহিত শর্মা। যদিও সেই জল্পনায় সায় দিলো না মুম্বই ইন্ডিয়ান্স। আজ দলটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘সূর্য যে আগামীকাল উদয় হবে এটা নিশ্চিত, কিন্তু কলকাতা নাইট রাইডার্স… এটা মুশকিলই নয়, অসম্ভব!’ তবে আসন্ন সিজনে মুম্বই দলে রোহিতের থাকাটা হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি MI ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ভারতের একমাত্র প্লেয়ার, যে প্রথম একাদশে খেললে দল হয় জেতে, নাহলে নষ্ফলা হয় ম্যাচ! হারের কোনও চ্যান্স নেই

 

উল্লেখ্য, দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। সেই আসরের প্রথমে ব্যর্থ হলেও বাকি দুটিতে একেবারে নজরকাড়া ইনিংস খেলেছেন হিটম্যান। দ্বিতীয়টিতে সেঞ্চুরি এবং শেষ ওয়ানডেতে 125 বলে 121 রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন রোহিত। আর তা থেকেই নিন্দুকরা বুঝে গিয়েছেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের মহাতারকা।

Leave a Comment