KKR-এ রেকর্ড দামে বিক্রি হওয়ার পরের দিনই মুখ পোড়ালেন ক্যামেরন গ্রিন

Cameron Green In KKR he ducks at the third Ashes test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার নিলাম টেবিলে তাঁকে নিয়ে চলেছিল কাড়াকাড়ি। কে আগে বেশি দাম দিয়ে তারকা অলরাউন্ডারকে দলে নেবে, সেই চেষ্টাই চলছিল ক্রমাগত। শেষ পর্যন্ত মোক্ষম অস্ত্র প্রয়োগ করে 25 কোটি 20 লাখের রেকর্ড প্রাইসে অস্ট্রেলিয়ার স্টার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (Cameron Green In KKR)। নাইট শিবিরে আসার সাথে সাথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি হয়ে উঠেছেন তিনি। আর এই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই ব্যাট হাতে ব্যর্থতা দেখালেন নাইটদের নতুন যোদ্ধা।

KKR দলে রেকর্ড দাম পেতেই ব্যাট হাতে ব্যর্থ গ্রিন

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের ঠিক পরের দিন অর্থাৎ বুধবার, অ্যাশেজে মাত্র দুই বল খেলেই উইকেট দিয়ে বসলেন অস্ট্রেলিয়ার গ্রিন। এদিন তাঁর ব্যাট থেকে একটি রানও পায়নি অস্ট্রেলিয়া। বুধবার তৃতীয় টেস্ট চলাকালীন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। সেই সূত্র ধরেই, রানের লক্ষ্য দিতে নেমে জোফরা আর্চারের বলে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সঙ্গী।

আজ, ইংলিশ পেসার আর্চারের বল লেগের দিকে আসছে দেখে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে উইকেট দিয়ে বসেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। নিলামের ঠিক পরেরদিন গ্রিনের মতো একজন বড় মাপের অলরাউন্ডারের এহেন ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না নাইট ভক্তরা। যদিও, ক্রিকেট মহলের অনেকেরই দাবি, সব ম্যাচে সেরা হওয়া যায় না। কিছু ম্যাচ এমনও থাকে যেখানে রান ছাড়াই ফিরতে হয় দিজ্ঞজ প্লেয়ারদের। গ্রিনের ক্ষেত্রেও সেটাই হয়েছে।

যদিও এসবের মাঝে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ব্যর্থতা দেখে প্রশ্ন উঠছে, তাহলে কি 25 কোটি 20 লাখ টাকা খরচ করে ভুল করল কলকাতা নাইট রাইডার্স? আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও কি এভাবেই ব্যর্থতার শিকার হবেন গ্রিন? এবারে কি ভেঙ্কটেশ আইয়ারের মতোই করবেন তিনিও? সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এই মুহূর্তে গ্রিনকে নিয়ে KKR ম্যানেজমেন্ট যে আশাবাদী সে কথা বলার অপেক্ষা রাখে না।

অবশ্যই পড়ুন: শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবছেন? Tata-র এই স্টক ভাগ্য বদলে দিতে পারে!

উল্লেখ্য, গতকাল নিলামের একেবারে শুরুতেই গ্রিনের জন্য বিড করেছিল মাত্র 2 কোটি 75 লাখ নিয়ে আসর জমানো মুম্বই ইন্ডিয়ান্স। পরবর্তীতে একে একে গ্রিনকে কিনতে ঝাঁপিয়ে পড়ে রাজস্থান রয়্যালস থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসও। কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে…. এদিন একেবারে শেষের বেলায় গ্রিনকে কিনে বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স। অর্থের সঠিক প্রয়োগ কীভাবে করতে হয় বুঝিয়ে দিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

Leave a Comment