বিক্রম ব্যানার্জী, কলকাতা: সালটা 2014। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে নিজের ক্ষমতা জাহির করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য রবিন উথাপ্পা। সে বছরই IPL এ সর্বস্ব উজাড় করে নিজের সেরা পারফরমেন্সটা কলকাতাকে উপহার দিয়েছিলেন তিনি।
কিন্তু তারপরই হঠাৎ নাইট শিবির ছেড়ে বেরিয়ে আসতে চান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কিন্তু কেন? দীর্ঘ 11 বছর পেরিয়ে অবশেষে কলকাতা নাইট রাইডার্স ছাড়ার ইচ্ছে প্রকাশের কারণ নিয়ে মুখ খুললেন উথাপ্পা।
কেন KKR ছাড়েতে চেয়েছিলেন রবিন উথাপ্পা?
2014 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট 660 রান করেছিলেন রবিন উথাপ্পা। পুনে ওয়ারিয়র্স ছেড়ে সে বছর কলকাতা নাইট রাইডার্সে ভিড়তেই নিজের জাত চেনানো শুরু করেন উত্থাপ্পা।
সে বছর দলের হয়ে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলে ছিলেন তিনি। অধিনায়ক গৌতম গম্ভীরের সাথেও তাঁর মিল ছিল চোখে পড়ার মতো। কিন্তু তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে বেরিয়ে আসতে চান উথাপ্পা! 11 বছর কাটিয়ে অবশেষে জানালেন কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছেন, 5 কোটি টাকার বিনিময়ে পুনে ওয়ারিয়র্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলাম। সে বছরই ভাল রান পেয়েছিলাম। শুধু তাই নয় কমলা টুপিও জিতে নিয়েছিলাম আমি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর দল ছাড়তে চেয়েছিলাম। কিন্তু কেন?
Robin Uthappa has revealed that he wanted to leave KKR despite winning IPL 2014 along with the orange cap.#RobinUthappa #KKR #KolkataKnightRiders https://t.co/CKMVFJvd4J
— India Today Sports (@ITGDsports) August 13, 2025
অবশ্যই পড়ুন: গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন পাকিস্তানে! মৃত ৩, আহত কমপক্ষে ৬০
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, নতুন করে আবার নিলামে নাম দিতে চেয়েছিলাম আমি। আসলে আমি চেয়েছিলাম সাফল্যকে কাজে লাগিয়ে যতটা বেশি রোজগার করা যায় সেটা করতে। আর এটাই আমার কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চাওয়ার প্রধান কারণ। এরপরই নাইট প্রাক্তনী বলেন, সাধারণত একজন প্লেয়ার কত বছর পর্যন্ত খেলতে পারে, 35 বা 36! আমার তখন বয়স ছিল মাত্র 29।
তাই রোজগার বাড়িয়ে নিতে সব রকম চেষ্টা করেছিলাম। তবে উথাপ্পা চাইলেও তাঁকে ছাড়েনি কলকাতা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বক্তব্য, আমি দল ছাড়তে চাইলেও কলকাতা আমাকে ছাড়েনি। আমায় বলা হয়েছিল তারা নাকি আমাকে নিয়ে দূরের পরিকল্পনা করছে। যদিও 2019 IPL এর পরই কলকাতা ছেড়ে 3 কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন রবিন উথাপ্পা। পরে ধোনির দল চেন্নাই সুপার কিংসেও খেলেছিলেন তিনি।