KKR থেকে বাদ পড়তেই IPL ছাড়লেন মঈন আলি! খেলবেন পাকিস্তান সুপার লিগে

EX KKR Star Left IPL 2026 and chooses Pakistan super league

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন KKR প্রাক্তনী আন্দ্রে রাসেল। তবে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ থেকে সরে দাঁড়ালেও KKR পরিবারের পাশ থেকে সরে যাননি তিনি। বরং পাওয়ার কোচ হিসেবে নাইট শিবিরে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। শুধু তাই নয়, কিছুদিন আগে IPL নিলাম থেকে নাম তুলে নেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসিও। জানান IPL নয় পাকিস্তান সুপার লিগে খেলবেন তিনি। এবার সেই একই পথে হাঁটলেন KKR থেকে সদ্য বাদ পড়া ইংলিশ ক্রিকেটার মঈন আলিও (EX KKR Star Left IPL 2026)। IPL ছেড়ে PSL খেলতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।

IPL ছেড়ে PSL বেছে নেওয়ার কারণ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে গিয়ে পাকিস্তান সুপার লিগকে অগ্রাধিকার দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। KKR থেকে বাদ পড়া মঈনের দাবি, সম্প্রতি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে পাকিস্তান সুপার লিগ। মূলত সেই কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে দিয়ে PSL খেলতে যাচ্ছেন তারকা অলরাউন্ড। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন নাইট প্রাক্তনী।

সমাজ মাধ্যমের পাতায় ভেসে আসা মঈনের ওই পোস্টে লেখা ছিল, “আমি মুখিয়ে রয়েছি, নতুন যুগের PSL এ অংশ নেওয়ার জন্য। এই টুর্নামেন্টের প্রতিটি দলেই প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন, তেমনই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইও। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আমার চিরকালই দারুণ। তাছাড়া গ্যালারিতে উপস্থিত দর্শকরা যেভাবে ক্রিকেটারদের উৎসাহ যোগান, তাদের জন্য গলা ফাটান তা সত্যিই অনুপ্রেরণা যোগায়। আরেক বিশেষ অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অপেক্ষায় করছি। ইনশাআল্লাহ!”

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: সব মোবাইলে প্রি-ইনস্টল থাকবে সঞ্চার সাথী, নির্দেশ কেন্দ্রের! কী কাজ এই অ্যাপের?

উল্লেখ্য, আগেই পাকিস্তান সুপার লিগের অংশ হয়েছিলেন ইংল্যান্ডের ইসলামধর্মালম্বী ক্রিকেটার মঈন আলি। মূলত মুলতান সুলতান দলের হয়ে PSL এ মঞ্চে মাতান তিনি। এর আগের সিজনে এই দলটির হয়ে মোট 9টি ম্যাচ খেলেছিলেন এই ইংলিশ ক্রিকেটার। তবে সাম্প্রতিককালে আর যাই হোক নিজের ফর্ম নিয়ে গর্ব করার জায়গা নেই মঈনের। কিন্তু সেসব সত্ত্বেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের ঠিক আগে 2026 IPL এ না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেন আলি।

Leave a Comment