বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক অন্য কলকাতা নাইট রাইডার্সকে দেখেছিল ভক্তরা। সেবার অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে বেশিরভাগ ম্যাচেই ধরাশায়ী হয়ে পড়েছিল শাহরুখ খানের দল। যার জেরে পয়েন্ট টেবিলের 8 নম্বরে থেকেই যাত্রা শেষ হয়েছিল KKR এর। তবে IPL 2026 সিজনে আর নতুন করে সেই ব্যর্থতা দেখতে চায় না নাইট শিবির। সেই মতোই, শুরু হয়ে গিয়েছে দল গোছানোর প্রস্তুতি। ইতিমধ্যেই অভিষেক নায়ারকে নতুন কোচ হিসেবে পেয়েছে নাইটরা। সূত্রের যা খবর, আসন্ন সিজনের আগে অধিনায়কও বদলে যেতে পারে KKR এর। আর এসবের মাঝেই উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, নিলামের আগেই 5 বড় ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নাইট ম্যানেজমেন্ট (KKR Released Players List)।
IPL 2026 এর আগে এই 5 তারকাকে ছেড়ে দিতে পারে KKR
চেতন সাকারিয়া
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 1.2 কোটির বিনিময়ে নাইট শিবিরে এসেছিলেন ভারতীয় ক্রিকেটার চেতন সাকারিয়া। তবে বেশিরভাগ সময়ই তাঁকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। তাছাড়াও নতুন সিজনে তুখোড় পেসারদের দিকে নজর রয়েছে কলকাতার। আর এই সব কিছু মাথায় রেখেই হয়তো খুব শীঘ্রই চেতনকে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল, এমনটাই দাবি করা হচ্ছে Bizz Buzz এর প্রতিবেদনে।
মনিশ পান্ডে
IPL 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 75 লাখের বিনিময়ে পুনরায় মনিশ পান্ডেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে নাইট শিবিরে কামব্যাক করে সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় ক্রিকেটার। গত সিজেনে কলকাতার হয়ে মোট চারটি ম্যাচ খেলেছেন মনিশ। সেই আসরে তাঁর রান মাত্র 92। মনে করা হচ্ছে, নতুন সিজনে ঘুরে দাঁড়াতে এই খেলোয়াড়কে ছেড়ে দেবে KKR।
মঈন আলি
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীনই শোনা গিয়েছিল, খুব শীঘ্রই সমস্ত ধরনের লিগ ক্রিকেট থেকেও অবসর নিয়ে নেবেন মঈন আলি। তাছাড়াও 2 কোটির বিনিময়ে নাইট শিবিরে আসা এই ইংলিশ অলরাউন্ডার নিজের বয়সের কারণেও বেশ খানিকটা ফিটনেস সমস্যায় ভুগছেন। তাছাড়াও গত সিজনে খুব একটা জ্বলে উঠতে পারেননি মঈন। বল হাতে নিয়েছিলেন 6টি উইকেট। শোনা যাচ্ছে, এই তারকার ফিটনেস সমস্যাকে সামনে রেখেই তাঁকে বাদ দেবে KKR।
এনরিখ নরকিয়া
6.5 কোটি টাকার বিনিময়ে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR দলে জায়গা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া। তবে চোট পরবর্তী সময়ে কলকাতার হয়ে মাত্র দুটি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন তিনি। তাতে মাত্র একটি উইকেট খাতায় উঠেছিল তাঁরা। রিপোর্ট অনুযায়ী, একাধিক চোটের কারণে বেশ কিছু সমস্যা রয়েছে এই বিদেশির। তাই নতুন করে তাঁকে সই করিয়ে দলের ভিড় বাড়াতে চাইবে না KKR ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: আগামীকাল টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! সময় ও বিকল্প পথ জানাল কলকাতা পুলিশ
ভেঙ্কটেশ আইয়ার
2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ভারতীয় তারকা ভেঙ্কটেশ আইয়ার। তবে দামের হিসেবে এগিয়ে থাকলেও কাজের কাজ কিছুই করতে পারেননি তিনি। কলকাতার হয়ে 11টি ম্যাচে অংশ নিয়ে মাত্র 142 রান করেন নাইট শিবিরের এই তারকা অলরাউন্ডার। যা ম্যানেজমেন্ট কর্তাদের হতাশার কারণ হয়ে উঠেছিল। অভিজ্ঞ মহল মনে করছেন, এত দাম দিয়ে ভেঙ্কটেশকে না রেখে ওই দামে দু তিনজন ভাল মানের প্লেয়ারকে কিনে নিতে পারবে KKR। তাছাড়াও একাধিক সমালোচনাকে সামনে রেখে আসন্ন সিজনের আগে নাইট ভক্তদের প্রিয় তারকা ভেঙ্কটেশের বাদ পড়া একপ্রকার নিশ্চিত।