বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23 কোটি 75 লাখে বিক্রি হয়েছিলেন তিনি। বুকে একরাশ আশা নিয়ে তাঁকে ফের দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নাইট ম্যানেজমেন্ট যে স্বপ্ন দেখেছিল, তার সিকিভাগও পূরণ করতে পারেননি এই ভারতীয় অলরাউন্ডার। যার কারণে শেষ পর্যন্ত কলকাতার রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে হয় তাঁকে। তবে শাহরুখ খানের দল থেকে বাদ পড়লেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে এই প্লেয়ারকে কেনার জন্য কার্যত তৈরি দুই শক্তিশালী দল (Venkatesh Iyer New IPL Team)। হ্যাঁ, সূত্রের দাবি, KKR প্রাক্তনীকে দলে নিতে বড় অর্থ খরচ করতে দ্বিতীয় চিন্তা করবে না IPL এর দুই চ্যাম্পিয়ন।
ভেঙ্কটেশকে কিনতে পারে এই দুই দল
চেন্নাই সুপার কিংস
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কওয়াড় চোট পাওয়ায় ধোনিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। বরং IPL 2025 এর সহজ সহজ ম্যাচেও হারতে হয়েছে তাদের। যার জেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকেই যাত্রা শেষ করেছিল CSK। ক্রিকট্র্যকারের এক রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দলই কলকাতা থেকে বিতাড়িত ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে নিলাম টেবিলে বিপুল অর্থ খরচ করতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদ
গত সিজনে লড়াই করেও শেষ পর্যন্ত সফলতাকে ছুঁয়ে দেখতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তবে 2026 সিজনে একেবারে সর্বশক্তি দিয়ে লড়বে এই ভারতীয় দল। সেজন্য অবশ্য নিলাম টেবিল থেকে দক্ষ প্লেয়ারদের দলে নিতে ঝাঁপাবে SRH। বেশ কয়েকটি সূত্র বলছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে টার্গেট করে রেখেছে হায়দরাবাদ। সেই তালিকায় রয়েছেন কলকাতা থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আইয়ারও। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি SRH ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করল সুপ্রিম কোর্ট! ফিরল ২৫ জনের চাকরি
উল্লেখ্য, IPL 2025 সিজনে 23 কোটি 75 লাখ নিয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। 11 ম্যাচে অংশ নিয়ে কলকাতার জন্য মাত্র 142 রান তুলেছিলেন এই বহুমূল্যের ক্রিকেটার। যদিও KKR এর রিটেনশন তালিকা থেকে বাদ পড়ে ফের নাইট শিবিরেই ফিরতে চেয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, সুযোগ থাকলে অল্প দাম ভেঙ্কটেশকে ফের নিলাম থেকে কিনে নিতে পারে KKR।