বিক্রম ব্যানার্জী, কলকাতা: KKR র ঘর ভাঙছে LSG? সম্প্রতিকালে এমন প্রসঙ্গই উঠে এসেছে বেশ কয়েকজন নাইট ভক্তের গলায়। আসলে, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর নাইট শিবির ছেড়ে সঞ্জীব গোয়েঙ্কার LSG তে যোগ দিয়েছিলেন বরুণ চক্রবর্তীদের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। এবার, নাইট শিবিরের আরও এক প্রাক্তন সহকারী কোচ চলে গেলেন লখনউ দলে। গত মরসুমে কলকাতার স্পিন বোলিং কোচ ছিলেন কার্ল ক্রো (Ex KKR Coach In LSG)। তিনিই এবার যোগ দিয়েছেন ঋষভ পন্থদের দলে।
KKR-র তুরুপের তাস LSG-তে
গত 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন কার্ল। এবার তাঁকেই টেনে নিয়েছে LSG। এ প্রসঙ্গে নাইট ভক্তদের একাংশের বক্তব্য, বেছে বেছে KKR এর কোচিং স্টাফেদের দলে নিচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার LSG! বলা বাহুল্য, 2024 IPL এ নাইট শিবিরের বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন দুই স্পিনার জুটির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল সদ্য লখনউ দলে যোগ দেওয়া কোচের।
শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে স্পিন বোলিং কোচ হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে ক্রোয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি বিগ ব্যাশ লিগ, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লীগ এমনকি টি-টোয়েন্টি ব্লাস্ট লিগেও কোচিং করিয়েছেন তিনি। এই বিদেশির অধীনে থাকা বহু স্পিনারের বক্তব্য, বছর 50 এর ক্রোয়ের কোচিং পদ্ধতি অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা। চাপের মধ্যে দিয়েও কীভাবে উইকেট তুলে নেওয়া যায় সে সবই সেখান স্পিনারদের। কার্ল এর এই দক্ষতাকেই কাজে লাগাতে চাইছে LSG। তবে এসবের মাঝে বারবার উঠে আসছে কলকাতা নাইট রাইডার্সের ঘর ভাঙার প্রসঙ্গ! নাইট ভক্তদের প্রশ্ন একটাই, কেন KKR থেকে কোচিং স্টাফদের টার্গেট করছে LSG? এ বিষয়ে অবশ্য মুখ খোলেনি শাহরুখ খানের দল।
অবশ্যই পড়ুন: প্রোটিয়াদের কাছে সিরিজ হেরে WTC পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও নিচে ভারত
উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর দেশের বাইরে আবুধাবিতে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 এর মিনি নিলাম। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে LSG। কোচিং স্টাফ বদলের পাশাপাশি কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে রাখা হয়েছে। সহকারী কোচ হয়েছেন ল্যান্স ক্লুজনার। তাছাড়াও নাইট শিবির থেকে বেরিয়ে আসা ভরত অরুণ এখন LSG র বোলিং কোচের দায়িত্বে। পাশাপাশি প্রধান কোচ হিসেবে দলের ছাদ হয়ে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। এবার সেই শিবিরেই নতুন মুখ হিসেবে যোগ দিলেন ক্রো।