KKR-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতেন মুস্তাফিজুর রহমান! কিন্তু তিনি যা করলেন…

Mustafizur Rahman offered pursue action against Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 2026 IPL এ দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। 9 কোটি 20 লাখ টাকা দিয়ে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত, সেই দলে থাকা হলো না তার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে IPL থেকেই বাদ গেলেন ফিজ। যা নিয়ে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। তবে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় শাহরুখ খানের KKR এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ওপার বাংলার ক্রিকেটারকে। তবে তিনি সেই পথে হাঁটলেন না।

KKR এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন না মুস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল ওপার বাংলার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন চলাকালীন বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিঠুন জানিয়েছেন, “মুস্তাফিজুরকে KKR এর বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে স্বীকার করে নিয়েছে, একেবারে ক্রিকেট বহির্গত কারণে প্লেয়ারের সাথে অন্যায় হয়েছে।”

মিঠুন বলেন, মুস্তাফিজুরকে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের বিষয়ে প্রতিবাদ করার জন্য সমর্থন করতে প্রস্তুত WCA। এক কথায়, মুস্তাফিজুর যদি মনে করতেন তবে তিনি কলকাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। তবে শেষ পর্যন্ত ফিজ নিজে থেকেই সেই পথে হাঁটলেন না। তিনি একেবারে শান্তিপূর্ণভাবেই বিষয়টি সমাধান করতে পছন্দ করবেন। সব মিলিয়ে, শাহরুখের দলের বিরুদ্ধে নিজে থেকে কোনও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না মুস্তাফিজ।

অবশ্যই পড়ুন: গৌতম গম্ভীরের কারণেই ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত! বিস্ফোরক KKR প্রাক্তনী

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনও দল যদি নিজেদের ব্যক্তিগত কারণে কোনও ক্রিকেটারকে ছেড়ে দেয়, তবে চুক্তির সমস্ত অর্থ ওই প্লেয়ারের হাতে তুলে দিতে হবে। তবে বাংলাদেশের মুস্তাফিজুরের ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং বিষয়টিতে ভারতীয় ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কাজেই কলকাতা নাইট রাইডার্স দল চুক্তির অর্থ ওপার বাংলার প্লেয়ারকে দিতে বাধ্য নয়। বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, IPL থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজ যদি KKR বা BCCI এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেনও, তাতে কিছুই লাভ হবে না।

Leave a Comment