LIC-র এই প্ল্যানে মাত্র ৪ বছর প্রিমিয়াম জমা দিলেই পাবেন ১ কোটি টাকা

You can get 1 crore By investing just 4 years with this LIC Scheme

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা SIP-র দুনিয়ায় গ্রাহকদের মনে একই ভাবে রাজত্ব করছে ভারতের সরকারি বীমা সংস্থা LIC। বিভিন্ন সময় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন গ্রাহকদের জন্য বেশ কিছু স্কিম (LIC Scheme) বা প্ল্যান নিয়ে হাজির হয়। মূলত বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই নানান প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যেগুলিতে মাসে মাসে অল্প অঙ্কের প্রিমিয়াম জমা দিয়েই মেয়াদ শেষে মোটা রিটার্ন সহ জীবন বীমার সুবিধা পাওয়া যায়। তবে আজকের প্রতিবেদনে রইল LIC র এমন এক স্কিম যেখানে মাত্র চার বছর প্রিমিয়াম জমা দিলেই মেয়াদ শেষ 1 কোটি টাকার বিমাকৃত অর্থ পাওয়া যাবে।

মাত্র চার বছর প্রিমিয়াম জমা দিয়েই কোটি টাকা ঘরে তুলতে পারবেন!

মূলত উচ্চ আয়ের গ্রাহকদের কথা চিন্তা করে একটি বিশেষ স্কিম বা পলিসি চালু করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। যার নাম LIC জীবন শিরোমণি। এই স্কিমের অধীনে একজন বিনিয়োগকারী একটানা 4 বছর প্রতি মাসে যদি 94 হাজার টাকা করে বিনিয়োগ করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে তার হাতে আসবে 1 কোটি টাকার বিমাকৃত অর্থ। বিস্তারিতভাবে বলতে গেলে, 1 কোটি টাকার গ্যারান্টিযুক্ত বিমাকৃত অর্থ জীবন শিরোমণি প্ল্যানের সর্বোচ্চ কোনও বীমাকৃত অর্থের সীমা নেই। অর্থাৎ এখানে আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারেন। এর অর্থ এই পলিসিতে সর্বনিম্ন 1 কোটি টাকার প্ল্যান রয়েছে।

বলে রাখি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জীবন শিরোমণি প্রকল্পটিতে মাত্র চার বছরের জন্য সর্বনিম্ন প্রতি মাসে 94 হাজার টাকা করে বিনিয়োগ করা ছাড়াও এই প্রিমিয়াম ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এমনকি বছরে একবারেও অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। না বললেই নয়, সরকারি বীমা সংস্থা LIC র এই বিশেষ পলিসিটিতে বিনিয়োগের ন্যূনতম বয়স 18 বছর। অর্থাৎ ভারতের যেকোনও 18 বছর বয়সী নাগরিক এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। বলে রাখা ভাল 14 বছরের ক্ষেত্রে এই পলিসির জন্য একজন ব্যক্তির সর্বোচ্চ বয়স 55 বছর, 16 বছরের পলিসির জন্য সর্বোচ্চ বয়স 51 বছর এবং 18 বছরের পলিসির জন্য একজন ব্যক্তির বয়স 48 এর মধ্যে হতেই হবে। এছাড়াও যদি কেউ 20 বছরের পলিসিতে বিনিয়োগ করতে চান তবে সর্বোচ্চ বয়স 45।

অবশ্যই পড়ুন: আরও বাড়বে ঠান্ডা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, আজকের আবহাওয়া

পলিসি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জীবন শিরোমণি পলিসিটিতে বিনিয়োগের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া প্রয়োজন গ্রাহকদের। সেই সূত্রে বলি, একজন ব্যক্তি যদি 14 বছরের পলিসি নেন সে ক্ষেত্রে তিনি দশম এবং 12 তম বছরে মূল বিমাকৃত অর্থের শুধুমাত্র 30 শতাংশ তুলতে পারবেন। বাকি টাকা মেয়াদ শেষের পর দেওয়া হবে। একইভাবে 16 বছরের ক্ষেত্রে 12 এবং 14 বছরের সময় 35 শতাংশ তোলা যাবে। 18 বছরের পলিসির ক্ষেত্রে 14 ও 16 তম বছরে 40 শতাংশ এবং 20 বছরের পলিসির জন্য 16 ও 18 তম বছরে 45 শতাংশ অর্থ পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা LIC র এই পলিসির অধীনে পর্যায়ক্রমিক রিফান্ড পাওয়া যায়। সেই সাথে, যদি কেউ এই পলিসির পুরো বছরের প্রিমিয়াম জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি আবেদনের ভিত্তিতে ঋণও পেতে পারেন।

Leave a Comment