LPG থেকে পেনশন, ১ ডিসেম্বর থেকেই আসবে ৫ বদল! সমস্যা এড়াতে জেনে নিন

December 1 Rule Changes India pension to LPG Check

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক বছরের শেষটা হয় কিছু শুরু হওয়ার আশায়। এ বছরেও তার অন্যথা হবে না। তবে নভেম্বর শেষ হতে আর হাতেগোনা দু তিনটে দিন। তারপরই বছরের শেষ মাস ডিসেম্বরকে স্বাগত জানাবেন সকলে। আর এই মাসের প্রথম তারিখেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। অন্যান্য বারের মতো, রান্নার গ্যাস থেকে শুরু করে পেনশন, আসন্ন ডিসেম্বরের 1 তারিখ মূলত 5টি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন (December 1 Rule Changes India) আসতে চলেছে। যার প্রভাব ভোগ করতে হবে আমজনতাকে।

প্রথম পরিবর্তন

কমবেশি প্রত্যেক মাসের পহেলা তারিখ LPG র দাম সংশোধন করে থাকে বিভিন্ন তেল কোম্পানিগুলি। আজতকের রিপোর্ট অনুযায়ী, এবারেও সেই ধারা অব্যাহত থাকতে পারে। জানা যাচ্ছে, বাণিজ্যিক এবং গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে বদল আসতে পারে। বলাই বাহুল্য, শেষবারের মতো, 1 নভেম্বর 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6 টাকা 50 পয়সা কমানো হয়েছিল। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম বেশ কিছুদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী পহেলা ডিসেম্বর সেই দামে বদল আসতে পারে।

দ্বিতীয় পরিবর্তন

যে সকল অবসরপ্রাপ্ত ব্যক্তিরা পেনশনের সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের আগামী 30 নভেম্বরের মধ্যেই জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করলে 1 ডিসেম্বর থেকে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। কাজেই, নিজের পেনশন বাঁচাতে এ মাসের শেষ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাজটি করে ফেলতে হবে।

তৃতীয় পরিবর্তন

ইউনিফাইড পেনশন স্কিম বা UPS বেছে নেওয়ার ক্ষেত্রে শেষবারের মতো সময়সীমা বাড়িয়ে 30 নভেম্বর করা হয়েছিল। অর্থাৎ এই সরকারি পেনশন স্কিমের জন্য আবেদনের ক্ষেত্রে হাতে আর দু তিনটে দিন সময় রয়েছে। 30 নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে, 1 ডিসেম্বর থেকে UPS স্কিমের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন কর্মীরা।

চতুর্থ পরিবর্তন

অন্যান্য বছরের মতো চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে সিএনজি, পিএনজি এবং জেট ফুয়েলের দামে বদল আসতে পারে। আসলে প্রতি মাসেই কমবেশি বিভিন্ন তেল সংস্থাগুলি সিএনজি, পিএনজির মতো প্রাকৃতিক গ্যাস এবং ফুয়েলের দাম সংশোধন করে থাকে। অর্থাৎ এই মুহূর্তে যে দাম রয়েছে তা আসন্ন ডিসেম্বরের প্রথম দিন পরিবর্তন হলেও হতে পারে।

অবশ্যই পড়ুন: WPL নিলামে KKR কোচের কাছে হারতে হল সৌরভ গাঙ্গুলিকে! কী ঘটল এমন?

পঞ্চম পরিবর্তন

সরকারের তরফে বহু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গত অক্টোবর মাসে যাদের টিডিএস কেটে নেওয়া হয়েছে তাদের ধারা 194 আই এ, ধারা 194 আইবি, 194 এস এবং 194 বি ধারার অধীনে প্রমাণ পত্র জমা দিতে হবে। যার শেষ তারিখ 30 নভেম্বর। সেক্ষেত্রে 1 ডিসেম্বর হয়ে গেলে সমস্যা বাড়তে পারে।

Leave a Comment