সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে সরকার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একটি হল, তেল বিপণন সংস্থাগুলি (OMCs) খরচের চেয়ে কম দামে LPG সিলিন্ডার বিক্রি করে যে ক্ষতি করেছে তা কিস্তিতে পূরণ করা হবে। এছাড়া PM উজ্জ্বলা যোজনার আওতায় প্রদত্ত সিলিন্ডারের সংখ্যা ১২ থেকে কমিয়ে ৯ করা হয়েছে। LPG ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে, শুক্রবার মন্ত্রিসভা ৩০,০০০ কোটি টাকার নগদ ক্ষতিপূরণ অনুমোদন করেছে, যার অধীনে এটি ১২টি কিস্তিতে তেল বিপণন সংস্থাগুলিকে দেওয়া হবে। প্রথম কিস্তি এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হওয়ার কথা।
পিএম উজ্জ্বলা যোজনায় মিলবে ৯টি সিলিন্ডার
মন্ত্রিসভা প্রধানমন্ত্রী-উজ্জ্বলা প্রকল্পের অধীনে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা ১২-র বদলে ৯টিতে করেছে। কিন্তু চিন্তা নেই, ভর্তুকি কমানো হয়নি। অর্থাৎ প্রতি সিলিন্ডার পিছু সরকার ৩০০ টাকা করেই দেবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অর্থবছর ২৬-এর জন্য প্রকল্পের বাজেট বরাদ্দ ১২,০৬০ কোটি টাকা অনুমোদন করেছে। সরকারি তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলির LPG ব্যবহারের পরিমাণ ২০২০-২০ অর্থবছরে মাথাপিছু গড়ে তিনটি রিফিলের খরচ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে প্রায় ৪.৪৭ হয়েছে।
তেল কোম্পানিগুলিকে ক্ষতিপূরণ দেবে সরকার
খরচের চেয়ে কম দামে এলপিজি সিলিন্ডার বিক্রির কারণে তেল বিপণন সংস্থাগুলিকে যে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, সরকার তা ১২টি কিস্তিতে ক্ষতিপূরণ দেবে। এর ফলে, তেল বিপণন সংস্থাগুলি এই ২০২৬ অর্থবছরে ১৫ হাজার কোটি টাকা পাবে এবং বাকি টাকা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পেশ করা নতুন বাজেটের মাধ্যমে পরবর্তী ২০২৭ অর্থবছরে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভাড়া ২০ টাকা! দুর্গাপুরে শুরু ইলেক্ট্রিক বাস পরিষেবা, কোন কোন রুটে চলবে জানুন
সূত্রের খবর, ২০২৬ অর্থবছরে যে ক্ষতিপূরণ দেওয়া হবে, তার জন্য জরুরি তহবিল থেকে প্রত্যাহারের অনুমোদন চাওয়া যেতে পারে। এবার কিস্তিতে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা যাক, যদি ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে একসাথে ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়, তাহলে রাজস্ব ঘাটতি ৮ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেতে পারে, যেখানে ২০২৬ অর্থবছর এবং ২০২৭ অর্থবছরে ভাগ করে দেওয়া হলে আর্থিক প্রভাব কমানো যেতে পারে। সরকার ২০২৬ অর্থবছরের জন্য জিডিপির ৪.৪% রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।