সহেলি মিত্র, কলকাতা: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে পড়ে যাবে নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর। এদিকে নতুন মাস মানে হল একগুচ্ছ নিত্য নতুন নিয়ম (Rules Change) লাগু হওয়া। এই নিয়মের ঠেলায় সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের ওপর। প্রতি মাসের মতো আগামী ১ সেপ্টেম্বর থেকে অনেক নিয়ম বদলে যেতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। এর মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার, ক্রেডিট কার্ড এবং রুপার সাথে সম্পর্কিত নিয়ম। আজ আমরা আপনাকে সেই নিয়মগুলো সম্পর্কে বলতে যাচ্ছি, যা ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে পরিবর্তিত হতে চলেছে।
LPG গ্যাস সিলিন্ডারের দাম
প্রতি মাসের মতো, এই মাসেও এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হবে। এমন পরিস্থিতিতে, এলপিজি গ্যাস সিলিন্ডারগুলি ব্যয়বহুল এবং সস্তা উভয়ই হতে পারে। গত মাসে অর্থাৎ আগস্ট মাসে, গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন
১ সেপ্টেম্বর থেকে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই-এর ক্রেডিট কার্ডে অনেক পরিবর্তন আসতে চলেছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে এটি আপনার উপর প্রভাব ফেলবে। আসলে, ১ সেপ্টেম্বর থেকে, এসবিআই-এর কিছু ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম, মার্চেন্ট এবং সরকারি লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে, এটি গ্রাহকের পকেটে প্রভাব ফেলবে।
আরও পড়ুনঃ বাবা NDRF কর্মী, বাড়ি গোরক্ষপুরে! কৃষ্ণনগরের ঈশিতার খুনি দেবরাজের আসল পরিচয় সামনে
রুপোর ওপর হলমার্ক
সোনার মতো, খুব শীঘ্রই রুপোর উপরও হলমার্কিংয়ের নিয়ম কার্যকর হতে চলেছে। সরকার এই নতুন নিয়মটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর করতে পারে। তবে, গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী হলমার্কযুক্ত রুপো বা হলমার্কবিহীন রুপো কিনতে পারবেন।
CNG-র দামে পরিবর্তন
প্রতি মাসের শুরুতে সিএনজি এবং পিএনজির দামও ঘোষণা করা হয়। কয়েক মাস ধরে এগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এখন দেখার বিষয় এই মাসে এগুলোর দাম কমানো বা বাড়ানো হয় কিনা।