Map ফিচার লঞ্চ করল Instagram, কীভাবে ব্যবহার করবেন?

instagram location sharing

সহেলি মিত্র, কলকাতা: Instagram ব্যবহারকারীদের জন্য রইল দারুণ খবর। এবার এই অ্যাপে এমন এক ফিচার (Instagram Location Sharing) আনা হল যা সকলের মন ভালো করে দেবে বৈকি। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী ফিচার্স এসেছে? তাহলে জানিয়ে রাখি, ইনস্টাগ্রাম মার্কিন ব্যবহারকারীদের জন্য স্ন্যাপ ম্যাপের মতো একটি ফিচার্স চালু করেছে এবং এটি শীঘ্রই ভারতেও আসতে পারে। এই ফিচার্সটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তাদের রিয়েল-টাইম অবস্থান বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে এবং লাইভ ম্যাপ তাদের অবস্থান দেখতে সক্ষম করবে।

নতুন ফিচার্স আনল Instagram

আপনি DM (মেসেজ) ট্যাব থেকে এটি অ্যাক্সেস করতে পারেন। ‘Share Location’ অপশনটি বন্ধই থাকবে যতক্ষণ না আপনি এটি ম্যানুয়ালি চালু করেন। এই ফিচার্স-এর দরুন আপনি জানতে পারবেন আপনার বন্ধুরা কোথায় আছে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। যাইহোক, মেটার নতুন লোকেশন ফিচারটি অভিভাবকদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ অভিভাবকরা ম্যাপে লোকেশন-শেয়ারিং অভিজ্ঞতার মাধ্যমে তাদের সন্তানদের উপর নজর রাখতে পারবেন। এই ফিচারটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে চালু আছে। ভারতে কবে এটি চালু হবে সেদিকে নজর থাকবে সকলের। 

আরও পড়ুনঃ ৮৮১ কিমি! দেশের সবথেকে দীর্ঘ দূরত্বের বন্দে ভারতের সূচনা হবে রবিবার, জানুন রুট ও টাইমিং

ইনস্টাগ্রামে লোকেশন শেয়ারিং কীভাবে বন্ধ করবেন?

ইনস্টাগ্রামে আপনার গোপনীয়তা রক্ষা করতে চান? তাহলে ব্যবহারকারীদের এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

১) ইনস্টাগ্রাম খুলুন
২) Messages-এ যেতে > আইকনে (উপরে ডানদিকে) ট্যাপ করুন।
৩)আপনার ইনবক্সের উপরে থাকা map অপশনে ট্যাপ করুন।
৪) সেটিংস গিয়ার আইকনে (উপরে ডানদিকে) ট্যাপ করুন
৫) আপনার লোকেশন শেয়ারিং পছন্দগুলি বেছে নিন।
৬) সেভ করতে ‘আপডেট’ এ ট্যাপ করুন।
৭) আপনি যদি আরও বেশি কারোর সাথে শেয়ারিং করে থাকেন, তবুও আপনি নির্দিষ্ট ব্যক্তিদের বাদ দিতে পারেন।

Leave a Comment