MI-এ খেলা ইংল্যান্ডের দুর্ধর্ষ তারকা বোলারকে কিনতে পারে KKR

KKR IPL 2026 Auction Kolkata may buy This Pacer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু অপেক্ষিত মিনি নিলাম। আগামীকাল অর্থাৎ সোমবার ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে আবুধাবিতে শুরু হবে মিনি নিলামের প্রথম পর্ব। সেই মতোই, শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রাখা দল কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026 Auction)। 10 জন প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সুবাদে 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে শাহরুখের এই দলটি। আগামীকাল এই অর্থ দিয়েই IPL 2026 এর জন্য প্রয়োজন বুঝে দক্ষ প্লেয়ারদের কিনবে নাইট ফ্রাঞ্চাইজি। তবে নিলামের ঠিক আগেই শোনা যাচ্ছে, তারকা পেসার স্পেনসর জনসনের শূন্যস্থান ভরাট করতে এক দাপুটে ইংলিশ বোলারকে টার্গেট করেছে KKR।

এই তারকা বোলারকে কিনতে পারে KKR

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যর্থতা দেখে আর কোনও রকম ভুল করতে রাজি নয় কলকাতা নাইট রাইডার্স। সেই মতোই, দলের প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ এমনকি সরকারি কোচের আসনেও বসানো হয়েছে নতুন মুখেদের। পরিকল্পনাতেও এসেছে একাধিক বড় বদল। এবার অপেক্ষা শুধু নতুন প্লেয়ারদের কিনে দল গোছানোর। আর সেই পর্বে নিজেদের বোলিং আক্রমণের তেজ বাড়াতে নাকি এক ইংলিশ পেসারে কড়া নজর রেখেছে KKR।

WION এর এক রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের তারকা বোলার বলা ভাল পেসার রিস টপলিকে কিনে দিতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। আসলে অস্ট্রেলিয়ান তারকা ফাস্ট বোলার জনসনের বিকল্প হিসেবে এই ইংলিশ তারকাকে নাইটদের কিনে নেওয়া উচিত বলেও দাবি করছে ওই রিপোর্ট। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের উইকেট ভাঙতে কলকাতা নাইট রাইডার্সের পেস বিভাগকে নেতৃত্ব দিতে পারবেন এই ইংলিশ তারকা। এখন দেখার শেষ পর্যন্ত নিলাম থেকে টপলিকে KKR কেনে কিনা। বলে রাখি, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন এই ইংলিশ তারকা।

অবশ্যই পড়ুন: কর্মীদের জন্য খুশির খবর! শীঘ্রই বাড়তে পারে PF-র সুদ

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক ভুল পদক্ষেপের কারণে একের পর এক সহজ ম্যাচে ব্যর্থ হয়েছিল অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স। যার কারণে পয়েন্ট তালিকার অষ্টম স্থান থেকে যাত্রা শেষ করতে হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এবার যাতে আর সেটা না হয় সেজন্যই পুরনো রোগ ঝেড়ে ফেলে IPL এ ঝড় তুলতে তৈরি হচ্ছে শাহরুখ-জুহির দল।

Leave a Comment