আয়ুষ্মান ভারতের অধীনে বাংলার ৩৭টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা! তালিকা দিল কেন্দ্র

Published on:

ayushman bharat hospital in west bengal

ইন্ডিয়া হুড ডেস্ক: সময় যত এগোচ্ছে মানুষের মধ্যে নানা ধরনের রোগের প্রকোপ আরও বেশি করে প্রস্ফুটিত হচ্ছে। যার মধ্যে কিছু কিছু চিকিৎসা সকলের কাচ্ছে অত্যাধিক খরচসাপেক্ষ হয়ে পড়েছে। তাইতো ক্রমেই সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা ও চিকিৎসার খরচ নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। তাই এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবেই নরেন্দ্র মোদীর সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে। আর এবার সেই প্রকল্প নিয়ে অনেক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

গত শুক্রবার, লোকসভায় আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। তিনি জানিয়েছেন যে ৩০ জুন পর্যন্ত ২৯,০০০ টিরও বেশি হাসপাতাল হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এই অন্তর্ভুক্ত হাসপাতালগুলোর মধ্যে ১২,৬২৫ টি প্রাইভেট হাসপাতালও রয়েছে। কিন্তু অনেকসময় দেখা যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় হাসপাতালগুলিতে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার সেই বিষয়েও দৃষ্টিপাত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

WhatsApp Community Join Now

অভিযোগ জানানো এখন হবে আরও সহজ!

তিনি জানিয়েছেন, সুবিধাভোগীরা এবার থেকে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসা করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হলে, সেন্ট্রালাইজড গ্রিভেন্স রিড্রেসাল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েব পোর্টালে মাধ্যমে চিঠি লিখে রিপোর্ট করতে পারবেন। যার ফলে অভিযোগকারীর অভিযোগের প্রতিকারও যেমন মিলবে তেমনই সুবিধাভোগীরা অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য সংস্থার কাছেও যেতে পারেন।

এছাড়াও এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নড্ডা জানিয়েছেন, হাসপাতালের নেটওয়ার্ক বাড়ানোর জন্য একটি নয়া উদ্যোগ নেওয়া হতে চলেছে খুব শীঘ্রই। জানা গিয়েছে, হাসপাতাল এবং তাদের অ্যাসোসিয়েশনের কাছে সুবিধাভোগীদের উদ্বেগের সমাধানের জন্য কর্মশালার আয়োজন করা হচ্ছে এবং তালিকাভুক্তির প্রক্রিয়াগুলিকে আরও সহজ করা হচ্ছে। যার ফলে তালিকাভুক্ত হাসপাতালের নেটওয়ার্কও ক্রমাগত বৃদ্ধি পাবে।ইন্ডিয়া হুড ডেস্ক: সময় যত এগোচ্ছে মানুষের মধ্যে নানা ধরনের রোদের প্রকট আরও বেশি করে প্রস্ফুটিত হচ্ছে। যার মধ্যে কিছু কিছু চিকিৎসা সকলের কাচ্ছে অত্যাধিক খরচসাপেক্ষ হয়ে পড়েছে। তাইতো ক্রমেই সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা ও চিকিৎসার খরচ নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। তাই এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবেই নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে। আর এবার সেই প্রকল্প নিয়ে অনেক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?

গত শুক্রবার, লোকসভায় আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। তিনি জানিয়েছেন যে ৩০ জুন পর্যন্ত ২৯,০০০ টিরও বেশি হাসপাতাল হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এই অন্তর্ভুক্ত হাসপাতালগুলোর মধ্যে ১২,৬২৫ টি প্রাইভেট হাসপাতালও রয়েছে। কিন্তু অনেকসময় দেখা যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় হাসপাতালগুলিতে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার সেই বিষয়েও দৃষ্টিপাত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

অভিযোগ জানানো এখন হবে আরও সহজ!

তিনি জানিয়েছেন, সুবিধাভোগীরা এবার থেকে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসা করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হলে, সেন্ট্রালাইজড গ্রিভেন্স রিড্রেসাল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েব পোর্টালে মাধ্যমে চিঠি লিখে রিপোর্ট করতে পারবেন। যার ফলে অভিযোগকারীর অভিযোগের প্রতিকারও যেমন মিলবে তেমনই সুবিধাভোগীরা অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য সংস্থার কাছেও যেতে পারেন। এদিন লোকসভায় তিনি জানান, উত্তর প্রদেশে এই প্রকল্পের অধীনে মোট ২,৬৩৪টি প্রাইভের এবং ২,৯৪৮টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। তামিলনাড়ুতে ১,২০২টি প্রাইভের এবং ৯৯৬টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। অন্ধ্র প্রদেশে ১,০২৭ বেসরকারি এবং ১,৪০৬ সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে।

পাশাপাশি গুজরাটে ১,৭৪৭ সরকারি হাসপাতাল ও ৮৬৮টি বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। বিহারে এই প্রকল্পের অধীনে ৫৬৪টি বেসরকারি এবং ২,৮৬৮টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও দিল্লিতে ৫২টি বেসরকারি এবং ১১টি সরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গে ১০টি বেসরকারি এবং ২৭টি সরকারি হাসপাতালকে এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন