দেরাদুনে নির্ভয়ার ছায়া! বাস ফাঁকা করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার চালক সহ ৫

Published on:

ইন্ডিয়া হুড ডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা ট্রেনি ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। সঠিক সুবিচার এবং অভিযুক্তদের যথাযোগ্য শাস্তির দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ-মিছিল অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস এর হ্যাশট্যাগ এ রীতিমত কাবু প্রশাসন ব্যবস্থা। একপ্রকার গোটা দেশে যেন দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আর এই আবহে এবার দেরাদুন থেকে প্রকাশ্যে এল নারী নির্যাতনের এক ভয়ংকর ঘটনা।

দেরাদুনে উঠে এল নারী নির্যাতনের খবর

জানা গিয়েছে, গত মঙ্গলবার একটি বাসে করে দেরাদুনের ISBT বাস স্টপেজে পৌঁছয় ১৬ বছরের নাবালিকা। দিল্লি হয়ে সে পৌঁছেছিল উত্তরপ্রদেশে। এরপর মোরাদাবাদ হয়ে দেরাদুনে যায় সে। তার অভিযোগ, তখনই বাস খালি করে জোর করে গণধর্ষণ করা হয় তাকে। তারপর ফাঁকা বাসেই নাবালিকাকে ফেলে রেখে চলে যায় ওই ধর্ষকরা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই খবর পুলিশের কাছে মেলে গত শনিবার। আর ওই দিনই হাসপাতালে ভর্তি করে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। তদন্তেও গণধর্ষণের প্রমাণ মেলে। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় ওই বাসে চালক, কনডাক্টর, অন্য বাসের দুই চালক-সহ ৫ জনকে।

WhatsApp Community Join Now

অভিযুক্তদের বিরুদ্ধে পকসো মামলা!

সূত্রের খবর গত ১৩ আগস্ট ওই নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে তাঁকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেল্পলাইন টিমকে ডাকা হয়। সেসময় সে অঝোরে কাঁদছিল এমনকি মানসিক অবস্থাও ঠিক ছিল না। জামা কাপড়ও ছিল ছেঁড়া। প্রথম দিকে ওই নাবালিকা মুখ খুলতে চাইছিল না। পরে কাউন্সিলিংয়ের সময় সে জানায়, বাসের মধ্যে তাকে গণধর্ষণ করেছে কয়েকজন। আর তখনই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো মামলা করে।

এদিকে গতকাল আরজি কর মেডিক্যাল-কাণ্ডে বিচার চেয়ে বাইপাসে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকদের জমায়েত ঘটতে দেখা গিয়েছিল। আর সেই শান্তিপূর্ণ মিছিলের মাঝেই ছত্রভঙ্গ করতে লাঠি চালিয়েছিল পুলিশ। যার জেরে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। অন্যদিকে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিলে সামিল হলেন টলিউডের অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা৷ এই প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, অঙ্কুশ, ঐন্দ্রিলা, অরিন্দম শীল, কৌশিক সেন, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রাহুল মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য শিল্পী, কলা-কুশলীদের ৷

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন