ইন্ডিয়া হুড ডেস্ক: দেশের কোণায় কোণায় অনেক গরীব এবং মেধাবী ছাত্র, ছাত্রী রয়েছে। কিন্তু তাদের শিক্ষার অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই সবটা ছেড়ে দিয়ে পেট চালানোর জন্য কাজে যোগদান করতে হয়। অবশ্য বিভিন্ন রাজ্যের সরকার এই সকল গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের প্রকল্পের ব্যবস্থা করে থাকে। যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ। আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পে আর্থিক অনুদান কত মিলবে?
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাষ্টিরস ও এম্পাওয়ারমেন্টের তরফ থেকে যশস্বী স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তি পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এরপর একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পাশ করলেই ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে।
প্রকল্পে আবেদনের যোগ্যতা কী কী?
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- ছাত্রছাত্রীদের পারিবারিক যায় বছরে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।
- ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হতেই হবে আবেদনকারীকে। কারণ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্তই এই স্কলারশিপ দেওয়া হয়।
কীভাবে আবেদন করতে হবে?
- এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://yet.nta.ac.in/-এ চলে যেতে হবে।
- সেখানে স্ক্রিনে ‘New Candidate Register Here’ অপশনে ক্লিক করতে হবে।
- সেখানে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদনকারীর User ID ও Password পাওয়া যাবে।
- এবার সেই তথ্য দিয়ে Login করতে হবে। তারপর সেখানে “PM Yashasvi Scholarship 2024” অপশনে ক্লিক করে আবেদনের ফর্ম ফিলাপ করতে হবে।
- এরপর সেই ফর্মে গুরুত্বপূর্ণ তথ্য স্ক্যান করে ভালোভাবে রিচেক করে Submit করতে হবে।