সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা বোঝাই গাড়ি, মৃত্যু একাধিক জওয়ানের

Published on:

sikkim army vehicle accident 3 died

সিকিমঃ ফের দুর্ঘটনার কবলে বহু ভারতীয় সেনা জওয়ান। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেশ কিছু সেনা জওয়ানের। ভয়াবহ ঘটনাটি ঘটে গেল সিকিমে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ৫ সেপ্টেম্বর সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা

আজ দুপুরে কিয়ং জেলার দালাপচাঁদে দুর্ঘটনার কবলে পড়ে সেনা বোঝাই গাড়ি। এতে মৃত্যু হয় ৩ সেনা জওয়ানের। এছাড়া একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা গুরুতর বলে খবর। এই ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে বলে খবর।

WhatsApp Community Join Now

অরুণাচলেও মৃত বহু

উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট ট্রান্স-অরুণাচল হাইওয়ের আপার সুবনসিরিতে তাপি এলাকার কাছে একটি ট্রাক খাদে পড়ে তিন সেনা জওয়ানের মৃত্যু হয়। এর আগে জুন মাসে লাদাখে চিনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে ট্যাঙ্ক ড্রিল চলাকালীন আকস্মিক বন্যায় পাঁচ সেনা ভেসে গিয়েছিলেন। চার জওয়ান এবং একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) একটি মহড়ার অংশ হিসাবে একটি টি-৭২ ট্যাঙ্কে করে নিওমা-চুশুল এলাকায় একটি নদী পার হচ্ছিলেন, তখন হঠাৎ জলের স্তর বেড়ে যায় এবং এর ধাক্কায় ট্যাঙ্কটি ডুবে যায়। এসব ঘটনা চ্যালেঞ্জিং এলাকায় সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন