সুইজারল্যান্ড, জার্মানিকে টেক্কা! বড় কীর্তি গড়ল ভারতীয় রেল, জেনে গর্ব করবেন

Published on:

modi-rail-train

ইন্ডিয়া হুড ডেস্কঃ সম্প্রতি কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথ্য প্রকাশ করেছেন কীভাবে ভারতীয় রেল গত ১০ বছরে আরও উন্নত হয়েছে। রেলমন্ত্রী জানান যে, কংগ্রেসের শাসনকালে রেল ব্যবস্থা ধুঁকছিল এবং অবহেলার পাত্রে পরিণত হয়েছিল। কিন্তু মোদি সরকার ভারতের লাইফলাইন ট্রেন ব্যাবস্থার কীভাবে পরিবর্তন করে তাই তুলে ধরেন বৈষ্ণব।

মুম্বাইতে আয়োজিত হওয়া বিকশিত ভারত রাষ্ট্রদূত অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। সেখানে তিনি জানান, কীভাবে গত কয়েক বছরে রেল নেটওয়ার্কে বিরাট অংশ যুক্ত হয়েছে। শুধু তাই না, একটা বড় অংশের বিদ্যুতায়ন এবং আধুনিকীকরণও হয়েছে সেইসাথে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, উন্নতদেশগুলোও ভারতের সাথে এখন তালমেলাতে অক্ষম।

WhatsApp Community Join Now

সুইজারল্যান্ড, জার্মানিকে টেক্কা ভারতীয় রেলের

আজ উন্নত দেশগুলোকেও ভারত যে পিছে ফেলেছে তার উদাহরণ দিয়ে রেলমন্ত্রী বলেন, “আজ দেশে প্রতিদিন ৪ কিমি করে রেল ট্র্যাক তৈরি হচ্ছে। গত অর্থবর্ষে আমরা ৫,৩০০ কিমি রেল নেটওয়ার্ক তৈরি করেছি যা সুইজারল্যান্ডের পুরো ট্রেন নেটওয়ার্কের সমান। এছাড়া ১০ বছরে মোট ৩১,০০০ কিমি রেলপথ তৈরি হয়েছে। যা জার্মানির পুরো নেটওয়ার্কের সমান।”

আরও পড়ুনঃ কতটা শক্তিশালী হতে চলেছে রেমাল! নয়া সাইক্লোন নিয়ে বড় আপডেট দিল IMD

অশ্বিনী বৈষ্ণব তুলে ধরেন যে, গত ৬০ বছরের কংগ্রেস শাসনে ২০,০০০ কিমি রেলপথ বিদ্যুতায়িত ছিল। সেখানে মোদি সরকার মাত্র ১০ বছরেই ৪৪,০০০ কিমি রেল নেটওয়ার্ক বিদ্যুতায়িত করেছে। তার কথানুযায়ী, সেই দিন আর খুব দূরে নেই যখন রেলের ক্ষেত্রে ১০০% বিদ্যুতায়নে পৌঁছে যাব আমরা।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন