নীতা ও ঈশা নন, রিলায়েন্সে সবথেকে বেশি বেতন পান এই ব্যাক্তি

Published on:

relience

ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শুধু ভারত নয় গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় 8 লাখ 33 হাজার 215 কোটি টাকা। শুধু তাই নয়, 17 লাখ 63 হাজার কোটি টাকা ছাপিয়ে গিয়েছে এই ধনকুবের কোম্পানির বাজারি মূলধন। নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। কিন্তু আপনি কি জানেন মুকেশ আম্বানির রিলায়েন্সে কে সবচেয়ে বেশি বেতন পান?

অনেকাংশের ধারনা আম্বানির পরিবারের সব সদস্যরাই রিলায়েন্স থেকে সবচেয়ে বেশি বেতন পান। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। জানা গিয়েছে রিলায়েন্সের সর্বোচ্চ বেতন প্রাপ্ত কর্মীর নাম নিখিল মেসওয়ানি। যার বর্তমান বেতন প্রায় 24 কোটি টাকা। তিনি মুকেশ আম্বানির অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় বটে।

WhatsApp Community Join Now

নিখিল মেসওয়ানির বাবা রসিকভাই মেসওয়ানি ছিলেন মুকেশের চাকরি জীবনের প্রথম বস। মুকেশ আম্বানি যখন ব্যবসায়িক জগতে প্রবেশ করেছিলেন, তখন তাকে রসিকভাই মেসওয়ানির নির্দেশনায় রাখা হয়েছিল। ওই সময় রিলায়েন্সের কোন কিছুই জানতেন না মুকেশ। ওই অবস্থায় তাঁকে গড়ে পিঠে নেন রসিকভাই মেসওয়ানি। হাতে ধরে সব কিছু শেখান তিনি।

ব্যবসায়িক জীবনের শুরুতে মুকেশ আম্বানি!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুকেশ আম্বানি জানান ‘বর্জিং পলিয়েস্টার বিভাগ দিয়ে রিলায়েন্সের ব্যবসায় হাতে খড়ি হয়েছিল আমার। যার সুপারভাইজার ছিলেন রসিকভাই মেসওয়ানি। সবকিছু তাঁর কাছে গিয়ে রিপোর্ট করতাম।’ আসলে বাবা তথা শিল্পপতি ধীরুভাই আম্বানির ভাইপো ছিলেন রসিকভাই। একটা সময় রিলায়েন্সের ডিরেক্টর পদে ছিলেন তিনি। তাঁর উপর চোখ বন্ধ করে ভরসা করতেন ধীরুভাই। তাই পুত্র মুকেশের দায়িত্ব পুরোপুরি রসিকভাইয়ের উপর ছেড়ে দিয়েছিলেন তিনি।

কীভাবে কোম্পানিতে যাত্রা শুরু হয়েছিল?

উল্লেখ্য সেই সূত্র ধরেই 1986 তে রিলায়েন্সে যোগ দেন নিখিল মেসওয়ানি। 1988 র পয়লা জুলাই থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি। মূলত রিলায়েন্সের পেট্রোকেমিক্যালস বিভাগের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বর্তমানে রিলায়েন্সের সর্বোচ্চ বেতন প্রাপ্ত কর্মী। মুকেশ আম্বানির মতোই প্রজেক্ট অফিসার পদে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে তাঁর পদোন্নতি হয়েছে। আম্বানির পেট্রোকেমিক্যালসে রিলায়েন্সের ব্যবসা ভারতের বাইরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া IPL-এ রিলায়েন্সের টিম মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন নিখিল মেসওয়ানি।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন