শারীরিক অবস্থার আরও অবনতি, ভেন্টিলেটরে পাঠানো হল সীতারাম ইয়েচুরিকে

Published on:

sitaram yechury

ইন্ডিয়া হুড ডেস্ক: ফের শারীরিক অবস্থার আরও অবনতি হল সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে এই প্রবীণ সিপিএম নেতাকে৷ অবস্থার অবনতি হওয়ায় ফের ভেন্টিলেটরে পাঠানো হল।

হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি!

সূত্রের খবর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে। এইমুহুর্তে একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত করা হয়েছে। কিছু দিন আগে তাঁর চোখে ছানি অপারেশন হয়েছিল। কিন্তু গত ১৯ আগস্ট সীতারাম এর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল। তড়িঘড়ি তাঁকে সেইসময় এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। পরে নিবিড় পরিচর্যা ইউনিট বা ICU-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। তবে গতকাল রাতের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ৭২ বছরের সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছে।

WhatsApp Community Join Now

উপস্থিত থাকতে পারেননি স্মরণসভায়!

জানা যায় সম্প্রতি ছানি অপারেশনের কারণে সীতারাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর কলকাতায় আসতে পারেননি। এমনকি গত ২২ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁর স্মরণ সভাতেও শারীরিক দুর্বলতার কারণে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে হাসপাতাল থেকে পাঠানো হয়েছিল তাঁর ভিডিও বার্তা। যেটি সেদিনের সভায় সম্প্রচার করা হয়েছিল।

আরও পড়ুনঃ ঘুম নেই রাতে, খাচ্ছেন নিরামিষ খাবার! CBI-র লকআপে কেমন কাটছে সন্দীপ ঘোষের?

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিসের। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। জানা গিয়েছিল সেই সময় তিনি বেশ কিছুদিন ধরেই করোনার সঙ্গে লড়াই করেছিলেন। কিন্তু শেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন