৫ কেজি নয়, এবার রেশন কার্ডে মিলবে ১০ কেজি সামগ্রী! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা

Published on:

ration

ইন্ডিয়া হুড ডেস্ক: ভোটের যুদ্ধে সরগরম গোটা রাজনীতির ময়দান। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না কোনও দলেরই প্রার্থী। জনগণের দ্বারে দ্বারে একের পর এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে নেতা নেত্রীরা। তবে রেশন সংক্রান্ত এত বড় চমকে চোখ ছানাবড়া গ্রাহকদের। প্রতি মাসে নাকি এবার থেকে মিলবে ১০ কেজি করে ফ্রি রেশন!

দেশের প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতি মাসে রেশন পেয়ে থাকে। করোনার আগে পর্যন্ত যাও বা স্বল্প মূল্যে রেশন কেনা হত, করোনার পরে তা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গিয়েছে। আর সেই রেশন ব্যবস্থাকে টার্গেট করল কংগ্রেস। ক্ষমতায় আসলে ভারতের দরিদ্রতম মানুষদের জন্য ১০ কেজি করে বিনামূল্যে রেশন দেবে কংগ্রেস। গতকাল অর্থাৎ বুধবার লক্ষ্মৌতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ‘এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতিমাসে গরীবদের জন্য ১০ কেজি করে রেশন দেব।’

WhatsApp Community Join Now

১০ কেজি ফ্রি রেশন!

শুধুমাত্র ফ্রি রেশন নয়, মহিলাদের জন্য নিয়ে আসা হবে এক দারুণ স্কিম। কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ক্ষমতায় এলে গরীব পরিবারের মহিলাদের বছরে ১ লাখ টাকা করে দেওয়া হবে। কংগ্রেসের এইরূপ একাধিক প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছিলেন, ‘কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম কী হতে পারে? তারা কি কোনও দিন হিসেব করে দেখেছে যে এই খটাখট স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এই টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার নেওয়া শুরু করবে?’

দিল্লিবাড়ি দখলের লড়াইয়ে প্রতিশ্রুতির বন্যা

এদিন অখিলেশ যাদবের সঙ্গে একযোগে সাংবাদিক সম্মেলন করেন মল্লিকার্জুন। সেখানে দিল্লি বাড়ি দখলের লড়াইয়ে মোদি সরকারের ভূমিকা প্রসঙ্গে মল্লিকার্জুন বলেন, ‘দেশে চতুর্থ দফার ভোট মিটেছে। ইন্ডিয়া জোট একটা শক্তিশালী জায়গায় রয়েছে। আমি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে জানাচ্ছি যে এবার নরেন্দ্র মোদীকে বিদায় জানানোর জন্য তৈরি হচ্ছে দেশ। আগামী ৪ জুন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে।’

আরও পড়ুনঃ হাজার বা ১২০০ নয়, এবার লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে আরও বেশি টাকা! হয়ে গেল ঘোষণা

ভোটের ময়দানে জমে উঠেছে রাজনীতিবিদদের খেলা। শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলির একের পর এক প্রতিশ্রুতির বন্যায় কার্যত দিশেহারা সাধারণ জনগণ। বাংলায় বিজেপির লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে কংগ্রেসের ফ্রি রেশন সবেতেই যেন সন্দেহের নজরে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে এত সব স্কিমের লক্ষাধিক টাকা কোথা থেকে আসবে? আদেও কি সফল হবে সেই প্রতিশ্রুতি?

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন