মহিলারা ফ্রিতেই পাবে মেশিন ! সেলাই মেশিন যোজনায় মোটা অঙ্কের টাকা দিচ্ছে কেন্দ্র

Published on:

free-silai-machine-yojona

দেশের নাগরিকদের অগ্রগতির জন্য এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার একের পর এক নানা যোজনা বা প্রকল্প চালু করে চলেছে। যার জেরে বেশিরভাগ নাগরিক নিজেদের ব্যবসা বা শিল্প নিজ দায়িত্বে মেলে ধরতে পারছেন এবং অর্থনৈতিক অবস্থা আরও উন্নত করে চলেছে। এমনকি মেয়েদের সমস্ত কাজে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন খাতে একাধিক নতুন নতুন প্রকল্প বা যোজনা পরিকল্পনা করেছে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সকলেই। পড়াশোনা থেকে শুরু করে স্বাবলম্বী হয়ে ওঠা, সব ক্ষেত্রেই মেয়েদের এগিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে প্রশাসন। শুধু তাই নয় পিছিয়ে পড়া জাতির লোকদের স্বাবলম্বী করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। আর এবার তাঁদের সেলাই মেশিন দেওয়া হবে বলে সম্প্রতি জানানো হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

গত বছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার’ কথা উল্লেখ করেছিলেন। যা ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন চালু হয়েছিল। উদ্দ্যেশ্য ছিল দেশের প্রান্তিক এলাকায় যে সকল মানুষ ট্রাডিশনাল শিল্পের কাজ করে চলেছে, তাঁদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মানোন্নয়ন করা এবং কাজের আধুনিকীকরণ এবং কাজের স্বীকৃতি দেওয়া। আর এবার সেই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হতে চলেছে আরও একটি যোজনা। সেটি হল সেলাই মেশিন যোজনা বা প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা অর্থাৎ Free Silai Machien Yojana 2024 ।

WhatsApp Community Join Now

সেলাই মেশিন যোজনা অর্থাৎ

দেশের দরিদ্র ও শ্রমজীবী মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে একটি প্রকল্প। যার মূল উদ্দেশ্য হল মহিলাদের ঘরে বসে কাপড় সেলাই করে আয় করে স্বনির্ভর ও স্বাধীন হতে উদ্বুদ্ধ করা। যার জেরে প্রতিটি রাজ্যের কমপক্ষে ৫০ হাজারেরও বেশি মহিলা উপকৃত হবে। এমনকি মহিলাদের পরিবারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এই প্রকল্পে প্রথমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবং সেই দিনের হিসেবে অনুযায়ী ৫০০ টাকা প্রদান করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ সম্পূর্ণ শেষ হলে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই টাকা সরাসরি পাঠানো হবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, কেন্দ্র ২০ হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে । এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকান চালু করতে পারেন উপভোক্তারা।

কারা আবেদন করতে পারবে এই ফ্রি সেলাই মেশিন যোজনায় ?

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে
  • যাঁরা সেলাইয়ের কাজ আগে থেকে জানে তারাও বিনামূল্যে সেলাই মেশিন স্কিমে আবেদন করতে পারবেন।
  • শুধু মহিলা নয়, পুরুষরাও এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় তথ্য

  • আধার কার্ড
  • নিজস্ব ঠিকানার প্রমাণ
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • জাতি শংসাপত্র
  • পাসপোর্ট আকারের ছবি
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক পাস বই

কীভাবে আবেদন করতে হবে?

  • আবেদনের পদ্ধতির জন্য প্রথমে https://pmvishwakarma.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার্ড করাতে হবে ।
  • এরপর বিশ্বকর্মা যোজনা পেজটি খোলার পর টেলর (দরজি) লেখার ওপর ক্লিক করে এই স্কিমের জন্য আবেদন করা যাবে।
  • নির্দিষ্ট তথ্য এবং নথি দিয়ে সেই আবেদন জমা দিতে হবে।
  • যদি কেউ নিজে বা অনলাইনে করতে না পারেন, তাহলে নিকটস্থ সিএসসি কেন্দ্রে গিয়েও নাম রেজিস্টার করানো যাবে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন