ভুলে যান পুলিস ভেরিফিকেশনের হয়রানি! এবার আরও তাড়াতাড়ি হাতে পাবেন পাসপোর্ট

Published on:

Passport

ইন্ডিয়া হুড ডেস্ক: অনেকেই কাজের সূত্রে বিদেশে যেতে হয়। কখনও কখনও আবার দেখা যায় ভ্রমণের নেশায় অনেকেই দেশ ছেড়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে তাই পাসপোর্টের ভূমিকা বা গুরুত্ব অনেক। কারণ বিনা পাসপোর্টে কয়েকটি দেশ ছাড়া বিশ্বভ্রমণ করা একেবারেই কল্পনার অতীত। এদিক থেকে বলা যায় পাসপোর্ট একপ্রকার বিভিন্ন দেশে নাগরিকত্বের প্রমাণ দেয়।

এদিকে পাসপোর্ট করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয় নাগরিকদের। পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতি নিয়ে ওঠে অল্প বিস্তর নানা অভিযোগ। অনেক সময় পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগও ওঠে। সেই কারণে পুলিশি যাচাই শেষ হতে লেগে যায় বেশ খানিকটা সময়। ফলে পাসপোর্ট হাতে পেতে কেটে যায় অনেক দিন।

WhatsApp Community Join Now

পাসপোর্ট দিবসে চরম সিদ্ধান্ত বিদেশমন্ত্রীর!

সাধারণত দেখা যায় কোনো আবেদনকারী পাসপোর্টের জন্য আবেদন জানালে তার জন্য পুলিশি ভেরিফিকেশনে সময় লাগে অন্ততপক্ষে ১৪ দিন। যা কোনো জরুরি কাজের ক্ষেত্রে অনেকসময় দীর্ঘ সময় লেগে যায়। তাই এই সময়টাকে আরও কমিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। গত সোমবার তাই পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, পুলিশ ভেরিফিকেশনের সময় হ্রাস করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ একযোগে কাজ করছে।

তিনি আরও জানান, ‘আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে, পর্যটন বিকাশ, বিশ্বজুড়ে গতিশীলতা বৃদ্ধি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক, সুরক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইনি পরিচয়ের মাধ্যমে পাসপোর্টগুলি দেশের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রের সিদ্ধান্ত সাধারণের জন্যে কতটা উপযোগী?

এছাড়াও এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর আরও জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশে ৪৪০টি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু রয়েছে। সারা দেশে ৯৩টি পাসপোর্ট সেবা কেন্দ্র, ৫৩৩টি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ৩৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। পাশাপাশি, ২৫ টি রাজ্যের মধ্যে ৯টি থানায় এমপাসপোর্ট পুলিশ অ্যাপ চালু করা হয়েছে। এর পাশাপাশি কাজে আরও গতি আনতে ইতিমধ্যে কাগজবিহীন ডকুমেন্টেশন প্রক্রিয়া সহজতর করতে পাসপোর্ট সেবা সিস্টেমটি ডিজি লকার সিস্টেমের সাথে সফলভাবে সংহত করা হয়েছে। যার ফলে ভবিষ্যতে পাসপোর্ট পাওয়ার সময় অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন