ইন্ডিয়া হুড ডেস্ক: গ্রাচুইটির নিয়মে বড় বদল আনল হাইকোর্ট! এখন থেকে সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা! প্রত্যেক সরকারী সংস্থা থেকে কর্মচারীরা গ্র্যাচুইটি পায়। গ্র্যাচুইটির অর্থ পেতে, একজন কর্মচারীকে সেই সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজ করতে হবে। সাধারণত, এই অর্থ পাওয়া যায় যখন কর্মচারী চাকরি ছেড়ে দেন বা তিনি অবসর নেন। আর এবার সেই গ্রাচুইটি প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল হাইকোর্ট।
গ্রাচুইটি নিয়ে হাইকোর্টে মামলা শিক্ষিকার!
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে সেহরুন নিশা নামক এক সরকারি শিক্ষিকা ৫৭ বছর বয়সে অবসরগ্রহণ করেছিলেন। তিনি গ্র্যাচুইটির আবেদন করলে পেনশন বিষয়ক যুগ্ম ডিরেক্টর এবং সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সেটি খারিজ করে দেন। যার দরুন আবেদনকারী শিক্ষিকা কোর্টে যেতে বাধ্য হন। সেখানে তাঁর আইনজীবী আরবি সিং যুক্তি দিয়ে বলেন ২০১১ সালের ১৪ ডিসেম্বর জারি করা সরকারি আদেশ অনুসারে গ্র্যাচুইটির আবেদন খারিজ করা অনুচিত। পাশাপাশি ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করা কর্মীরাই গ্র্যাচুইটির জন্য যোগ্য।
রাজ্যের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট!
কিন্তু সরকারের যুক্তি ছিল, নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়সে অবসর নিলে তবেই সরকারি কর্মীরা গ্র্যাচুইটির জন্য যোগ্য হবেন। এলাহাবাদ হাইকোর্টের কাছে ৫৭ বছর বয়সে অবসরগ্রহণকারী শিক্ষিকার এই মামলায় রাজ্যের এইরূপ সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি জেজে মুনি। তিনি জানান ‘কোনওরকম মাথা না খাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মের আসল মর্ম বুঝতে পারেননি প্রয়াগরাজ ডিভিশনের পেনশন দফতরের জয়েন্ট ডিরেক্টর এবং জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিক।’ তিনি আরও বলেন ‘সরকারি নিয়মের এই ব্যাখ্যা ভুল। সরকারি কর্মীরা তাদের সার্ভিসের বছর অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য।’
আরও পড়ুনঃ এবার বাড়বে গরম, বুধে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস! আজকের আবহাওয়া
এদিকে উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য আধিকারিককে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের ক্ষেত্রে যেন হাইকোর্টের নির্দেশকে মাথায় রেখে আগাম স্বেচ্ছায় অবসর নেওয়া কর্মীদের গ্র্যাচুইটি মিটিয়ে দেওয়া হয়।