ভারতের সবথেকে কম শিক্ষিত ১০ রাজ্য, তালিকায় কত নম্বরে পশ্চিমবঙ্গ?

Published on:

literacy-states

ঋত্বিক পাত্রঃ শিক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষ ধীরে ধীরে এগিয়ে চলেছে পূর্ন স্বাক্ষরতার লক্ষ্যে। যদি বলা হয় দেশের সবচেয়ে স্বাক্ষর জায়গা তাহলে সবাই জানেন তা হলো কেরালা। কিন্তু জানেন কি দশটি অল্প শিক্ষিত রাজ্য কোনগুলো। চলুন তাই জানাচ্ছি আজ।

১) বিহারঃ দেশের সবচেয়ে বেশি নিরক্ষর রয়েছেন বিহারে। এখানেই সাক্ষরতার হার সর্বনিম্ন। মাত্র ৬১.৮০% মানুষ সাক্ষর এখানে।

WhatsApp Community Join Now

২) অরুণাচল প্রদেশঃ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ। সেখানে সাক্ষরতার হার ৬৫.৩৮%।

৩) রাজস্থানঃ বর্তমানে দেশের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান। সেখানেও সাক্ষরতার হার বেশ কম। রাজস্থানে সাক্ষরতা মাত্র ৬৬.১১%। দেশের তৃতীয় সর্বনিম্ন সাক্ষর রাজ্য রাজস্থান।

৪) ঝাড়খণ্ডঃ তালিকায় চতুর্থ স্থানে ঝাড়খণ্ড। সেখানে সাক্ষরতার হার ৬৬.৪১%।

৫) অন্ধ্র প্রদেশঃ দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশও রয়েছে এই তালিকায়। তালিকায় ৫ম স্থানে রয়েছে এই রাজ্য। এখানে সাক্ষরতার হার রয়েছে ৬৭.০২%।

৬) জম্মু ও কাশ্মীরঃ উত্তরের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে দেশের সাক্ষরতার হার ৬৭.১৬%। এটিও দেশের সবচেয়ে কম শিক্ষিত রাজ্যগুলোর একটি।

৭) উত্তর প্রদেশঃ তালিকায় ৭ম স্থানে রয়েছে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। দেশের বড় রাজ্যগুলোর মধ্যে একটি এই উত্তরপ্রদেশ, সেখানে সাক্ষরতার হার ৬৭.৬৮%।

৮) মধ্য প্রদেশঃ উত্তরপ্রদেশের পরই তালিকায় রয়েছে মধ্য প্রদেশ। এই রাজ্যে সাক্ষরতার হার রয়েছে ৬৯.৩২%।

৯) ছত্তিশগড়ঃ উপজাতি অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ে সাক্ষরতার হার ৭০.২৮%।

১০) অসমঃ তালিকায় দশম স্থানে রয়েছে উত্তর পূর্বের রাজ্য অসম। এখানে সাক্ষরতার হার ৭২.১৯%।

তাহলে পশ্চিমবঙ্গ কত নাম্বারে রয়েছে?
আপনাদের জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গ এই তালিকায় ২০ নাম্বার স্থানে রয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন