৫ দশক পর আজ খুলছে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার! কী হবে এই বিপুল সম্পদের? জানাল সরকার

Published on:

jagannath mandira ratna bhandar

ইন্ডিয়া হুড ডেস্কঃ উড়িষ্যার পুরীর জগন্নাথের মন্দির নিয়ে অনেক রহস্য রয়েছে। তাঁর মধ্যে একটি হল জগন্নাথ মন্দিরের ‘রত্ন ভান্ডার’। এই রত্ন ভান্ডার নিয়ে অনেক কাহিনী রয়েছে। তবে আজ প্রায় পাঁচ যুগ পর পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্ন ভান্ডার খোলা হতে চলেছে। উড়িষ্যা সরকার গহনা এবং অন্যান্য দামি রত্ন এবং উপহারের তালিকা বানানোর জন্য ৪৬ বছর পর এই গুপ্ত ধন খুলতে চলেছে। ১৯৭৮ সালে শেষবার এই ভান্ডার খোলা হয়েছিল। আর পাঁচ দশক পর ফের রত্ন ভান্ডারের তালা খোলা হচ্ছে। যা নিয়ে দেশবাসীর উৎসুকতার শেষ নেই। উড়িষ্যার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানিয়েছেন যে, এই রত্ন ভান্ডার খোলার পর কীসের কীসের তালিকা তৈরি হবে আর কীসের রেকর্ড রাখা হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, এই গোটা ঘটনার দায়িত্বে কে থাকবেন।

মন্ত্রী জানান, ‘১৪ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খোলা হবে। রাজ্য সরকার মন্দির সমিতির জন্য সঞ্চালন প্রক্রিয়া নির্ধারিত করেছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ীই সমস্ত কাজ হবে। গুপ্ত খোলা এবং তাঁর গণনা সমস্ত কাজের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে। শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসককে এই কাজের তত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয়েছে।’

WhatsApp Community Join Now

রত্ন ভান্ডারে থাকবে RBI-র কর্মকর্তাও

মন্ত্রী আরও জানান, ‘গত ২৪ বছর ধরে পূর্ববর্তী সরকার যেই কাজ করতে পারেনি, সেটাই এখন করা হবে। এই গোটা প্রক্রিয়ার পারদর্শিতার জন্য আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও যুক্ত করার আবেদন করেছিলাম। আর RBI-র তরফে তা স্বীকার করাও হয়েছে। RBI-র একজন প্রতিনিধি এই প্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকবেন।’

আরও পড়ুনঃ BSNL-র রিচার্জে দারুণ চমক! গ্রাহক হারানোর আশঙ্কায় Airtel, Jio, VI

এর আগে উড়িষ্যা সরকার ২০১৮ সালে বিধানসভায় জানিয়েছিল যে, রত্ন ভান্ডারে ১২,৮৩১ তোলা মানে প্রায় ১৫০ কেজির মোট সোনার গহনা রয়েছে। এছাড়াও প্রায় ২৬০ কেজি ২২,১৫৩ তোলার রুপোর গহনা এবং অন্যান্য সামগ্রী রয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন