বিরাট স্বস্তি, ভোটের মধ্যে ফের কমল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় কত হল?

Published on:

LPG Gas Cylinder

মাসের প্রথম দিনেই LPG সিলিন্ডারের দামে বড় স্বস্তি! ক্যালেন্ডারে নয়া মাস পড়তে না পড়তেই বেজায় খুশি গ্রাহকেরা। সামনেই লোকসভা নির্বাচন। তাই চারিদিকে চলছে ভোট প্রচারের আমেজ। যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই একাধিক বিষয়ে দাবি মেটার সম্ভাবনা তীব্র হচ্ছে আমজনতার। যার মধ্যে অন্যতম হল রান্নার গ্যাসের দাম।

লোকসভা ২০২৪ এর প্রথম দুই দফার ভোট পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। আর এই আবহেই এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান অয়েল। এবার থেকে কলকাতার প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম ২০ টাকা কমানো হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরেও কমে গিয়েছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের চার মেট্রোপলিটন শহরের LPG গ্যাস সিলিন্ডারের দাম।

WhatsApp Community Join Now

মেট্রোপলিটন শহরের LPG গ্যাস সিলিন্ডারের দাম

  • মুম্বই

মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এপ্রিলে ছিল ১,৭১৭.৫ টাকা। যেটা ১৯ টাকা কমে ঠেকেছে ১,৬৯৮.৫ টাকায়। অর্থাৎ মে’র শুরুতেই ১৯ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম।

  • দিল্লি

দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। তার ফলে এপ্রিলে প্রতিটি সিলিন্ডার কিনতে যেখানে পকেট থেকে ১,৭৬৪.৫ টাকা খরচ হচ্ছিল। মে তে সেটাই কিনতে এখন ১,৭৪৫.৫ টাকা লাগবে।

  • চেন্নাই

চেন্নাইয়েও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। আগে যেটার দাম ১,৯৩০ টাকা পড়ছিল। এখন সেটা বিকোবে ১,৯১১ টাকায়।

  • কলকাতা

সূত্রের খবর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ যেগুলি হোটেল, রেস্তোরাঁ তে রান্নার কাজে লাগে সেগুলির দাম এপ্রিলে ছিল ১,৮৭৯ টাকা। যেটা ২০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৮৫৯ টাকা।

তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলেও ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। ফলে মে তে কলকাতায় প্রতিটি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৮২৯ টাকা। দিল্লিতে যেটা ৮০৩ টাকা পড়বে। পাশাপাশি মুম্বইয়েও খরচ হবে ৮০২.৫ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে একটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ৮১৮.৫ টাকা।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন