আজ থেকে বেড়ে গেল টোল ট্যাক্স! কতটা? জানাল ন্যাশানাল হাইওয়ে অথরিটি

Published on:

NHAI

ইন্ডিয়া হুড ডেস্ক: গত শনিবার অর্থাৎ ১ জুন ছিল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। আগামীকাল অর্থাৎ ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। যার মাধ্যমেই বোঝা যাবে দেশের সাধারণ মানুষ কাকে দিল্লিবাড়ি রাজার সন্মান দেবে। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই বড় সিদ্ধান্ত ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়ার অর্থাৎ NHAI। কপালে চিন্তার ভাঁজ পড়ল সাধারণ মানুষের।

ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া বা NHAI-র তরফে জানানো হয়েছে, আজ থেকে অর্থাৎ ৩ জুন থেকে ৩ থেকে ৫ শতাংশ হারে অতিরিক্ত Toll Tax দিতে হবে। ১১০০ টোল প্লাজায় আজ থেকে নতুন কর ধার্য করা হবে গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের জন্য। হিসেব করে দেখা গিয়েছে প্রায় ১২৫ টাকার মতো অতিরিক্ত Toll Tax দিতে হবে আজ থেকে।

WhatsApp Community Join Now

কোথায় কোথায় কত খরচ

জানা গিয়েছে, আজ থেকে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অর্থাৎ DMI এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে অর্থাৎ EPI এর Toll চার্জ ৫% বাড়তে চলেছে। চার চাকার বা হালকা যানবাহনগুলিকে ৪৫ থেকে ১৬০ টাকার মধ্যে Toll দিতে হবে, এবং ভারী যানবাহনগুলিকে ভ্রমণের দূরত্বের উপর নির্ভর করে ৪০ থেকে ২৫০ টাকার মধ্যে দিতে হবে। তবে দিল্লি এবং গাজিয়াবাদের মধ্যে ট্রাফিককে কোনও Toll দিতে হবে না। এছাড়াও জানা গিয়েছে, মিরাট এবং ইন্দিরাপুরমের মধ্যে, হালকা যানবাহনের জন্য ১১০ টাকা এবং ভারী যানবাহনের জন্য ১৭৫ টাকা দিতে হবে। মিরাট থেকে দুন্দাহেরা পর্যন্ত Toll হালকা যানবাহনের জন্য ৮৫ টাকা এবং ভারী যানবাহনের জন্য ১৪০ টাকা এবং মিরাট থেকে দাসনা পর্যন্ত Toll ৭০ এবং ১১৫টাকা দিতে হবে।

কেন এই দাম বৃদ্ধি?

প্রতি বছরই টোল ফি সংশোধন করা হয়। এটি দেশের পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হারের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা হয়। চলতি বছর, গত এপ্রিল মাসেই বার্ষিক পর্যালোচনার পর Toll Tax বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মাঝে যেহেতু নির্বাচন চলছিল তাই আদর্শ আচরণবিধি যাতে লাগু না হয়, তাই সেই সময় নতুন কর কার্যকর করা হয়নি।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন