ইন্ডিয়া হুড ডেস্কঃ বাবরি মসজিদকে ঘিরে দীর্ঘ বিতর্ক ছিল ভারতে। উত্তরপ্রদেশ রাজ্যের এই বিতর্কিত মসজিদকে ঘিরে বিতর্কের সমাপন করে সুপ্রিম কোর্ট। এখন সেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে। কিন্তু এই মামলা নিয়ে বারবার সংঘর্ষ হয়েছে অযোধ্যার বুকে। এখন সেখানে শান্তি ফিরেছে। তবে এবার মসজিদ ইস্যুতে হিমাচল প্রদেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অশান্তি ছড়িয়েছে রাজ্যের রাজধানী শিমলায়।
হিমাচল প্রদেশের শিমলার সানজাউলি মসজিদ নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে, তা মূলত মসজিদটির অবৈধ সম্প্রসারণ ঘিরে। মসজিদটি প্রথমে একতলা হিসেবে নির্মিত হলেও, পরবর্তীতে আরও চারটি তলা যোগ করা হয়। স্থানীয় বাসিন্দারা এবং কিছু হিন্দু সংগঠন এই সম্প্রসারণকে অবৈধ দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আর এই নিয়ে সম্প্রতি রণক্ষেত্র হয়ে ওঠে গোটও শিমলা শহর। ফের সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় সেখানে।
মসজিদের অবৈধ নির্মানকে ঘিরে অশান্তি
যাঁরা এই মসজিদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁদের অভিযোগ, মসজিদটি সরকারের জমিতে অবৈধভাবে নির্মিত এবং এর সম্প্রসারণ জনসাধারণের চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করছে। অন্যদিকে, মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বোর্ড দাবি করেছে যে মসজিদটি তাদের জমিতেই তৈরি এবং সম্প্রসারণে কোনো বেআইনি কাজ হয়নি। তবে তারা মসজিদটির অতিরিক্ত তলা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আগস্ট থেকেই শুরু হয় সংঘর্ষ
এই বিতর্কের সূত্রপাত হয় ৩০ আগস্ট। ওইদিন মসজিদ সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীদের ওপর আক্রমণ চালায়। এর ফলে চারজন আহত হন। এই ঘটনার পরেই জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে স্থানীয়রা মসজিদটি ভেঙে ফেলার দাবি তোলে এবং রাজ্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে ব্যাপক প্রতিবাদ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।
মসজিদের নির্মাণ প্রসঙ্গে আদালত কি বলছে?
বর্তমানে আদালতে মসজিদটির অবৈধতার বিষয়ে শুনানি চলছে এবং এর পরবর্তী শুনানি ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। যদিও এই মামলা ১৪ বছরের পুরনো। ২০১০ সালে মামলাটি দায়ের হয়। তারপর থেকে মসজিদের সম্প্রসারণ ঘটেছে অনেকবার। এই কারণেই অশান্তি বাড়ছে দিন দিন। সরকার শান্তি বজায় রাখার আহ্বান জানালেও, এই বিষয়টি রাজ্যের রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এর প্রভাবে হিমাচল প্রদেশে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতি হতে পারে, যা ভবিষ্যতে আরও অশান্তি সৃষ্টি করতে পারে।