৫০ দিনে ১০ কোটি আদায়! বিনা টিকিটে যাত্রী ধরে বিপুল আয় নর্থইস্ট রেলের

Published on:

Indian Railways

ইন্ডিয়া হুড ডেস্ক: দিন যত এগোচ্ছে ভারতীয় রেল ততটাই উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা আরও সহজলভ্য হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। কিন্তু এখনও একটি জেদি সমস্যা দাগ টেনে যাচ্ছে রেল ব্যবস্থায়। তা হল বিনা টিকিটে ট্রেন যাত্রা। দূরপাল্লার ট্রেনে সফরের সময় যাত্রীরা প্রায়ই সিট দখলের অভিযোগ করেন। দিনে দিনে সেই সমস্যা যেন আরও প্রকট হচ্ছে। এমনকি অনেক ভিডিয়োতেই দেখা গিয়েছে, প্রচুর অবৈধ যাত্রী ট্রেনের রিজার্ভেশন কামরায় উঠে পড়েছে।

অভিনব উপায় ইস্টার্ন রেলের

যাত্রীরা যাতে সঠিক টিকিট ছাড়া যাতায়াত করতে না পারে সেদিকে কড়া নজর রাখছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এই নজরদারির আওতায় ধারাবাহিক ভাবে প্রচার চালাতেও পিছু হটছে না ইস্টার্ন রেল। বিনা টিকিটে বা অন্য টিকিট নিয়ে যাত্রীদের এই সফরে একদিকে যেমন কনফার্ম টিকিট কাটা যাত্রীদের অসুবিধা হচ্ছে তেমনই রেলের কোষাগারেও ঘটছে বিপুল ক্ষতি।

WhatsApp Community Join Now

বিপুল জরিমানার মুখে অবৈধ রেল যাত্রী

তাই সেই অবৈধ যাত্রীদের পাকড়াও করতে মোক্ষম চাল চালল ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। মোট পাঁচটি বিভাগে আধিকারিকদের টিম গঠন করে স্টেশন ও ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো শুরু হয়েছে। সূত্রের খবর গত 1 এপ্রিল থেকে 14 মে-র মধ্যে মোট 4 লাখ 87 হাজার 600 টি টিকিট ছাড়া সফরের ঘটনা রেলের হাতে এসেছে। আর এই অবৈধ যাত্রীদের থেকে জরিমানা বাবদ পূর্ব মধ্য রেল আয় করেছে প্রায় 31.55 কোটি টাকা। যেটা রেলওয়ের রাজস্বের কাছে অনেক বড় ব্যাপার। এর ফলে একদিকে যেমন সাধারণ বৈধ যাত্রীদের সমস্যা কমেছে এবং অবৈধ যাত্রীদের সংখ্যা কমেছে, তেমনই রেলের কোষাগারেও রাজস্ব এসেছে অনেকটা বেড়েছে।

কোথায় কত টাকা জরিমানা আদায়?

  • ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দানাপুর বিভাগে প্রায় 1.23 লাখ যাত্রীর অবৈধ টিকিট ছিল তাই জরিমানা হিসাবে আদায় করা হয়েছে 7.67 কোটি টাকা।
  • পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভাগে 86 হাজার 500 জনের কাছ থেকে 5.45 কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
  • সোনপুর মণ্ডলে অবৈধ যাত্রীর সংখ্যা 1.12 লাখ। এই যাত্রীদের কাছ থেকে আদায় করা হয়েছে 07.32 কোটি টাকা। এছাড়াও আরও নানা বিভাগ থেকে পাওয়া গিয়েছে অনেক কোটি টাকা।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন