মুম্বই, অযোধ্যা পর্যন্ত চলবে বন্দে ভারত স্লিপার! বড় তথ্য দিল রেল

Published on:

vande-bharat-sleeper

ইন্ডিয়া হুড ডেস্কঃ ভারতীয় রেল নিয়ে এসেছে বড় খবর। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার দর্শন করা এবার আরও সহজ হয়ে উঠবে। মধ্যপ্রদেশের মতো জায়গা থেকে অযোধ্যা ধাম ভ্রমণ করতে ইচ্ছুক তীর্থযাত্রীরা চাইলে এবার আরো সহজেই এবং আনন্দের সাথে তীর্থনগরীতে পৌঁছতে পারেন। চলুন তাহলে বিষয়টি সম্পর্কে খুলেই বলা যাক।

রেল বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কাজ চালাচ্ছে। এমতাবস্থায় তারা মধ্যপ্রদেশের ভোপালের সাথে মুম্বাই এবং অযোধ্যার মধ্যে বন্ধে ভারত স্লিপার ট্রেন চালু করতে প্রস্তুত। রেল মন্ত্রকের তরফেই ট্রেনগুলো চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, আগামী জুলাই মাস থেকেই এই রুটে ট্রায়াল শুরু করে দেবে ভারতীয় রেল।

WhatsApp Community Join Now

শুধু তাই না, ভোপাল থেকে রাজস্থান পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালু করা হতে পারে। এই ট্রেনের কোচ তৈরির কাজও চলছে পুরোদমে। বন্দে ভারতের সময়সূচি সম্পর্কে জানানো হবে রেল মন্ত্রকের তরফেই, তবে প্রথমে ট্রায়াল চালানো হবে। সেই ট্রায়াল সম্পূর্ন হলে তবেই জানানো হবে কখন চলবে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন।

বন্দে ভারত স্লিপার নিয়ে বড় তথ্য দিল রেল

বর্তমানে মোট তিনটি নন-স্লিপার বন্দে ভারত ট্রেন চলছে মধ্যপ্রদেশে। এবার চেষ্টা চালানো হচ্ছে স্লিপার ক্লাস ট্রেন চালানোর জন্য। উল্লেখ্য স্লিপার ক্লাস বন্দে ভারতে ১৫টি করে কোচ থাকবে। এই ১৫টি কোচই হবে স্লিপার ক্লাসের। রেল এই ট্রেনগুলো রাত্রিবেলা চালাবে, এবং যাত্রীরা তার পরদিন অর্থাৎ সকালে গন্তব্যে পৌঁছাবেন।

আরও পড়ুনঃ শিয়ালদহ লাইনে যুগান্তকারী পদক্ষেপ পূর্ব রেলের! লক্ষ লক্ষ যাত্রীর সমস্যার হবে সমাধান

এখানে জানিয়ে রাখি যে, ১০০০ কিমি+ দূরত্বের জন্যই বন্দে ভারত স্লিপার ট্রেন চালাবে রেলওয়ে। বিভিন্ন বড় শহরের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন। এছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের গতি হবে অন্যান্য ট্রেনের থেকে বেশি। রেল জানাচ্ছে তারা অন্তত ১৬০ কিমি গতিবেগে ট্রেন চালাবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন