৩০ জুন শেষ তারিখ, আর মিলবে না ফ্রি রেশন! জারি বিজ্ঞপ্তি, কী করতে হবে আপনাকে?

Published on:

Ration Card

ইন্ডিয়া হুড ডেস্ক: গোটা দেশ জুড়ে রাজ্য ও কেন্দ্র সরকার গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য প্রদানের জন্যই এই রেশন ব্যবস্থার সুবিধা করে দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে এই মুহূর্তে প্রায় ৮১.৫ কোটিরও বেশি রেশনকার্ড সুবিধাপ্রাপক রয়েছেন। কিন্তু রেশনেও আজকাল দুর্নীতি ঘটছে। কালো বাজারি বাড়ছে। তাই জালিয়াতি রুখতে এবার দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। বেশ কিছুদিন আগে বহু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই গ্রাহকদের কার্ড বাতিল বলে ঘোষণা করে দিচ্ছে। যার দরুণ বেশ চিন্তায় পড়েছে রেশন গ্রাহকদের একাংশ। কিন্তু প্রশ্ন হল কেন এতগুলি কার্ড বাতিল হচ্ছে? এর পিছনে কোন অজানা কারণ লুকিয়ে রয়েছে?

পশ্চিমবঙ্গে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দফতরের প্রকাশিত রেশন কার্ডের তালিকা দেখলে জানা যায় প্রায় ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড ‘ব্লক’ করা হয়েছে। আর এই কার্ড বাতিল হওয়ার পিছনে কারণ হিসেবে জানা গিয়েছে KYC প্রবলেম। অর্থাৎ সঠিকভাবে যদি গ্রাহকের KYC আপডেট না করা থাকে তাহলে রেশন কার্ড ব্লক বা বাতিল হতে পারে। তাই কেন্দ্রীয় সরকার আগামী ৩০ জুনের আগে সকল রেশন গ্রাহককে অবশ্যই e-KYC করে নিতে বলেছে।

WhatsApp Community Join Now

সূত্র মাধ্যম জানা গিয়েছে, এইমুহুর্তে রেশন তুলতে গেলে গ্রাহকদের বায়োমেট্রিক এর প্রয়োজন হয়। যাঁর e-KYC করা রয়েছে, তিনিই পাবেন রেশন। আর যাঁদের আপডেট করা থাকবেনা তাঁরা রেশন পাবে না। যদিও দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রাহকরা যদি KYC -র সঠিক তথ্য প্রমাণ দিতে পারেন, তাহলে ব্লক করা কার্ড খুব সহজেই আনব্লক করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

কীভাবে রেশন কার্ডের e-KYC করা যাবে?

যদি কোনো গ্রাহক রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে নিকটবর্তী রেশন ডিলারের কাছে নিয়ে যান। তাহলে রেশন ডিলার রেশন কার্ড এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়ার পাশাপাশি গ্রাহকের রেশন EKyc করিয়ে দেবে। এছাড়াও ঘরে বসে নিজেরাও করে নিতে পারবেন KYC আপডেট।

অনলাইনে KYC আপডেট

  • সার্চ ইঞ্জিনে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের একটি অফিসিয়াল লিংক https://food.wb.gov.in/ – এ ক্লিক করে পেজে ঢুকুন।
  • এরপর সেখানে Ration Card অপশনের অধীনে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।
  • রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিকভাবে Captcha Code বসান। এরপর Search অপশনে ক্লিক করুন।
  • যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তবে আর চিন্তার কিছু নেই। কিন্তু যদি Deactivate দেখায় তাহলে
    রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করে নিতে হবে।
  • খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই Do E-KYC অপশনে ক্লিক করে নিতে হবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।
  • নতুন যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
  • মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন।
  • এরপর সমস্ত তথ্য একবার চেক করে Verify and Submit অপশন ক্লিক করুন। এরপরেই রেশন কার্ডটি Active হয়ে যাবে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন