ইন্ডিয়া হুড ডেস্ক: দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। যার নির্দেশ বা উপদেশ সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকা সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে মানতেই হয়। যদি কোনও ব্যাঙ্ক RBI-এর নির্দেশ অমান্য করে থাকে তাহলে তার উপর কড়া ব্যবস্থা নেওয়া হয়। শুধু তাই নয় লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়। যার উদাহরণ এর আগে বেশ কয়েকবার দেখা গিয়েছিল। কিন্তু এরপরেও ফের দু’টি বড় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল RBI। বেজায় সমস্যায় পড়েছে গ্রাহকরা।
সাধারণ জনগণ নিজেদের সঞ্চিত অর্থ পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে গচ্ছিত করে রাখে। কিন্তু সেই ব্যাঙ্কই যদি RBI এর রোষের মুখে পড়ে তাহলে মাথায় আকাশ ভেঙে পড়বে গ্রাহকদের। সেটাই ঘটল এবার দুই বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে। এবং উল্লেখিত সেই দুই বেসরকারি ব্যাঙ্কগুলি হল Yes Bank ও ICICI Bank।
দুই ব্যাঙ্কের বিরুদ্ধে বিপুল অংকের জরিমানা
সম্প্রতি RBI -এর তরফে একটি বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে Yes Bank ও ICICI Bank একাধিক নির্দেশিকা মেনে চলছে না। RBI- এর তরফে দাবি, Yes Bank এর বিরুদ্ধে গ্রাহক পরিষেবা এবং অভ্যন্তরীণ ও অফিস অ্যাকাউন্ট সম্পর্কিত নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয় পর্যাপ্ত ব্যালেন্স না থাকার দরুণ এই বেসরকারি ব্যাঙ্কটি অনেক শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে নাকি অতিরিক্ত চার্জ সংগ্রহ করেছে। পাশাপাশি নানা অবৈধ উদ্দেশ্যে পূরণের জন্য Yes Bank এ বেশ কিছু গ্রাহকদের নামে কিছু অভ্যন্তরীণ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যা অত্যন্ত ক্ষতিকর। তাই এই অভিযোগের ভিত্তিতে Yes Bank কে 91 লাখ টাকার জরিমানা করা হয়েছে RBI এর তরফ থেকে।
গ্রাহকদের ওপর চাপ!
অন্যদিকে ICICI ব্যাঙ্কের উপর ঋণ ও অগ্রিম সংক্রান্ত নির্দেশাবলী লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দাবি করা হয়েছে, কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনরূপ যাচাই না করে একাধিক ঋণ অনুমোদন করা হয়েছে। যার জেরে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পেয়েই চলেছে। এই কারণেই RBI -এর তরফে 1 কোটি টাকার জরিমানা করা হয়েছে ICICI Bank এর তরফ থেকে। তবে এই দুই ব্যাঙ্কের উপর বিপুল অংকের এই জরিমানা গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না। তাঁদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।