এবারও ক্ষমতায় মোদী না অন্য কেউ? ৪ঠা জুনের আগেই সাট্টা বাজারে ফল ঘোষণা

Published on:

nda-vs-india

ইন্ডিয়া হুড ডেস্কঃ আর ১ দফা ভোট চুকলেই শেষ হচ্ছে লোকসভা ভোট। এবারে ক্ষমতার মসনদে কে বসতে চলেছে তাই নিয়ে আলোচনার শেষ নেই। দিল্লিতে কি ফিরছে মোদি সরকার? অনেকের মতে তা এখন বেশ কঠিন। এদিকে তারইমধ্যে দেশের কুখ্যাত সাট্টা বাজারে চলছে পালাবদলের ইঙ্গিত! তাহলে এবার সত্যিই ক্ষমতায় আসছে অন্য কোনও দল?

৬ দফার ভোটপর্ব শেষ হয়েছে। আগামী শনিবার শেষ দফার ভোট। সেদিন ভোট গ্রহণ হবে কলকাতা সহ দুই ২৪ পরগনার ৯ আসনে। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। তখনই জানা যাবে কে বসবে ক্ষমতায়। এদিকে তার আগে সাট্টা বাজারে লড়াইয়ের প্রবল সম্ভবনার বিষয়ে জানা যাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় কত আসন পাচ্ছে NDA এবং INDIA

WhatsApp Community Join Now

১) ফালোদি সাট্টা বাজার
কংগ্রেস- ১১৭
ইন্ডিয়া জোট- ২৪৬
বিজেপি-২০৯
এনডিএ-২৫৩

২) পালানপুর সাট্টা বাজার
কংগ্রেস-১১২
ইন্ডিয়া জোট- ২২৫
বিজেপি-২১৬
এনডিএ-২৪৭

৩) কার্নাল সাট্টা বাজার
কংগ্রেস- ১০৮
ইন্ডিয়া জোট- ২৩১
বিজেপি-২৩৫
এনডিএ-২৬৩

৪) ভোহরি সাট্টা বাজার
কংগ্রেস- ১১৫
ইন্ডিয়া জোট- ২১২
বিজেপি-২২৭
এনডিএ-২৫৫

৫) বেলগাম সাট্টা বাজার
কংগ্রেস-১২০
ইন্ডিয়া জোট- ২৩০
বিজেপি-২২৩
এনডিএ-২৬৫

৬) কলকাতা সাট্টা বাজার
কংগ্রেস- ১২৮
ইন্ডিয়া জোট- ২২৮
বিজেপি-২১৮
এনডিএ-২৬১

আরও পড়ুনঃ আর টাকা মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারে! পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এখনই এক্সিট পোল জানা যায়নি। কিন্তু অপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি এবং NDA দেশে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও তাই দেখানো হচ্ছে। তবে এটা না মেনে উপায় নেই যে, লড়াই এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন