সিকিমেও ছুটবে বন্দে ভারত, মাত্র ৫ ঘণ্টায় পৌঁছবে গন্তব্যে! বড় আপডেট রেলের

Published on:

Sikkim Train

ইন্ডিয়া হুড ডেস্ক: নতুন সুখবর রেল যাত্রীদের! এবার মাত্র ৫ ঘণ্টায় পৌঁছে যাবেন গুয়াহাটি! নতুন রুটে নামতে চলেছে বন্দে ভারত। গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এই পরিবহন ব্যবস্থা। যা ভারতীয় রেলের কাছে এক ঐতিহাসিক জয়। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে সিকিম। এমনই নজরকাড়া আপডেট দিল ভারতীয় রেল।

সিকিমের মত পাহাড়ি এলাকায় রেললাইন নির্মাণ নিয়ে একের পর এক নানা প্রতিকূলতা এবং বাঁধা এসে দাঁড়িয়েছে ভারতীয় রেলের মুখোমুখি। ধস এবং মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ অন্যতম। যার ফলে নাথুলার মতো পর্যটন স্থলে সেবত-রংপো রেললাইনের প্রথম পর্বের ডেডলাইন পিছিয়ে গিয়েছে। ওসন্তোষ প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বছর রেলমন্ত্রী জানিয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকেই বন্দে ভারত ট্রেন পৌঁছবে সিকিমে। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

WhatsApp Community Join Now

ভারতীয় রেল ব্যবস্থার নয়া উদ্যোগ!

সূত্রের খবর এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের অগস্ট মাসে সিকিমের প্রথম রেল স্টেশন চালু হয়ে যাবে। আর তারপরেই ধাপে ধাপে চালু হয়ে যাবে বন্দে ভারত। অন্যদিকে সিকিমে রেলপথ চালু হলে অনেকটাই সুবিধা পাবে সেখানকার বাসিন্দাসহ পর্যটকেরা। কারণ বর্তমানে নিউ জলপাইগুড়ি, বাগডোগরা বা শিলিগুড়িতে যাওয়ার পরে মূলত বাসে বা গাড়়িতে সিকিম যেতে হয় পর্যটকদের। যদি রেলপথে যাতায়াত করা যায় তাহলে ভারতীয় রেল পরিষেবায় এক নতুন পালক সংযুক্ত হবে।

সিকিমে এবার বন্দে ভারত!

রেল সূত্রের খবর সিকিমের রেলপথ ৮০ শতাংশই যাবে সুড়ঙ্গের মধ্যে দিয়ে। সেবক থেকে রংপো পর্যন্ত এই রেলপথের মধ্যে তিস্তাবাজার স্টেশনটি হবে দেশের প্রথম আন্ডারগ্রাইন্ড স্টেশন হবে। আর এই নতুন উদ্যোগের ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা বাড়বে ঠিক তেমনি সিকিমে পর্যটন ব্যবসা উন্নতির শিখরে পৌঁছে যাবে। এই প্রকল্পে অন্তত ১৪টি টানেল থাকছে। ১৭টি ব্রিজ থাকছে।

এইমুহুর্তে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে গুয়াহাটি পৌঁছতে সময় লাগে সাড়ে পাঁচ ঘণ্টা। সাতটি স্টেশনে থামে ট্রেনটি। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলে এই বন্দে ভারতটি। সিকিমে রেললাইন চালু হলেই এই সময়টা আরও আধ ঘণ্টা কমে যাবে। পাহাড়ি পথে বন্দে ভারতে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে করতে ৫ ঘণ্টায় পৌঁছন যাবে গন্তব্যে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন