ইন্ডিয়া হুড ডেস্কঃ সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে এমন এক রায় এসেছে যা বেশ চমকে দেওয়ার মতোই। সরকারি কর্মচারীদের জন্য এই রায় বেশ অনেকটা মাথায় আকাশ ভেঙে পড়ার সমান। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও সরকারি কর্মী তার বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাস করেন তাহলে তিনি হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেতে পারেন না। বিষয়টি সম্পর্কে স্পষ্ট মত জানিয়ে দিয়েছে বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ।
স্বাভাবিক ভাবেই কোর্টের এই রায় সরকারি কর্মীদের কাছে আকাশ ভেঙে পড়ার মতোই। আসলে হয়েছে কি, সম্প্রতি এক সরকারি কর্মচারীকে নোটিশ পাঠানো হয় তার HRA ফেরত দেওয়ার জন্য। কিন্তু তিনি সেকথা শোনেননি, উল্টে আদালতে মামলা করে বসেন। আবেদন যিনি করেন তার বাবাও সরকারি কর্মী ছিলেন, বর্তমানে তিনি অবশ্য অবসরপ্রাপ্ত। যিনি মামলা করেছেন তিনি তার বাবার আবাসনেই থাকতেন।
বড় রায় দেয় সুপ্রিম কোর্ট
মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি, সেখানেই হার হয় ওই কর্মীর। আদালতের কথায়, HRA ফেরত চাওয়ার নোটিশ বৈধ। ওই সরকারি কর্মীকে মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৮১৪ টাকা ফেরত দিতে হবে সরকারকে। আদালতের কথায়, আবেদনকারী নিজে সরকারি কর্মী হলেও থাকেন তার বাবার জমি বরাদ্দ হওয়া বিনা ভাড়ার আবাসনে। এজন্য তিনি HRA পাওয়ার যোগ্য নন।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, এবার ED যা করল! মহাবিপাকে পশ্চিমবঙ্গ সরকার
এখানে জানিয়ে রাখি যে, যিনি মামলা করেছেন তিনি একজন ইন্সপেক্টর। গত ২০১৪ সালের ৩০ এপ্রিল অবসর নেন তিনি। তার বাবা ছিলেন DSP পদে। বাবার জন্য বরাদ্দ হওয়া বাড়িতেই থাকতেই ওই সরকারি কর্মী। এবার সরকারি আইন জানাচ্ছে, সরকারি বাসভবনে দুজন কর্মী একত্রে থাকলে একজনই HRA পাবেন। তাই বাবার সাথে থাকার কারণে HRA ফেরত দিতে হবে ওই সরকারি কর্মীকে।।