ইন্ডিয়া হুড ডেস্ক: বদল হচ্ছে রেশন সামগ্রী পাওয়ার পরিমাণ। চাল ছাড়াও মিলতে চলেছে ফ্রী তে অজস্র খাদ্যদ্রব্য! কেন্দ্রীয় সরকার দেশের গরীব ও দুঃস্থ পরিবারগুলিকে অনাহারের হাত থেকে রক্ষা করতে এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে গরীব দুঃখীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করেছে রেশন কার্ড।
এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম পাওয়া যায়। যার দরুন এই কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। তাইতো সাধারণ মানুষের স্বার্থে দেশের রেশন ব্যবস্থাকে চাঙ্গা করতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ।সম্প্রতি রেশন গ্রাহকদের জন্য সরকার নিয়ে এল এক বড় সুসংবাদ। শুধু চাল নয় এবার থেকে প্রতি মাসে মিলবে আরও ৯টি নতুন খাদ্যদ্রব্য। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তবে সেটা পশ্চিমবঙ্গ নয়। মিলবে রাজস্থানে।
সংযুক্ত হল আরও খাদ্যসামগ্রী
জানা গিয়েছে, রাজস্থানে গত কয়েক মাস ধরে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে গম, চাল, চিনি, ডাল এবং তেলের মতো নানা খাদ্য সামগ্রী। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের অধীনে সমস্ত রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করা হবে।
দেশের খাদ্য সরবরাহ দপ্তর এর মূল উদ্দেশ্য এই যে সমস্ত সাধারণ মানুষ চরম দারিদ্রতার শিকার, তাঁদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা। এতদিন রেশন দোকান থেকে শুধুমাত্র বিনামূল্যে চাল বা গম হত। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এবার রেশন দোকান থেকে মিলবে চিনি, ডাল এবং ভোজ্য তেল।
কারা এই পরিষেবার যোগ্য?
- রেশন গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- সেই সকল গ্রাহকদের চাষযোগ্য জমি থাকলে তারা এই পরিষেবা থেকে বঞ্চিত হবে।
- একমাত্র প্রান্তিক এবং দেশের গরীবরাই এই পরিষেবার সুবিধা পাবেন।
প্রয়োজনীয় তথ্য
- গ্রাহকের আধার কার্ড
- গ্রাহকের আবাসনের পরিমাণ,
- ব্যাঙ্কের বিবরণ,
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- মোবাইল নম্বর।