ইন্ডিয়া হুড ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাল বেহাল। দেখা গেল সেখানে কৃতকার্যের থেকে অকৃতকার্যের সংখ্যাটাই বেশি! মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে পরীক্ষার সার্টিফিকেটে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে জানান শিক্ষামন্ত্রী। কিন্তু জানা যাচ্ছে যে, ৫১ টি স্কুলের ছাত্রছাত্রীরা ডাহা ফেল করেছে!
একেবারে ৫১টি স্কুলের ছাত্রছাত্রী একসাথে ফেল! হ্যাঁ এমনই ঘটেছে। তবে এই ঘটনা বাংলার নয়, পড়শি দেশ বাংলাদেশের। সেখানের ফলাফল দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাংলাদেশে মোট ৩৭৯৯ টি কেন্দ্রে SSC এবং সেই স্তরের পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে অংশ নেয় মোট ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠান। ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে ২৯৬৮ টি কেন্দ্রের সমস্ত পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
২৩৫৪টি কেন্দ্র ১% পরীক্ষার্থী পাশ
এছাড়া এমন ২৩৫৪টি কেন্দ্র রয়েছে যেখানের পরীক্ষার্থীরা মাত্র ১% পাশ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশে এই SSC পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে। এরপর ১২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয় এবং ২০ মার্চ শেষ হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর এই পরীক্ষায় বসেন মোট ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২।
আরও পড়ুনঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক! চিনকে টপকে কামাল দেখাল ভারত, প্রথমে কে?
সাধারণ শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দেন ১৬ লক্ষ ৬ হাজার ৮৭৯ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি পাশের হার রাজশাহী বোর্ডে। সেখানের মোট ৮৯.২৬% পরীক্ষার্থী পাশ করেন। মাদ্রাসা বোর্ড থেকে পাশের হার ৭৯.৬৬%।