বাংলাদেশের বরিশাল সরকারি কলেজ থেকে মুছল কবি জীবনানন্দ দাশের নাম

Published on:

Bangladesh,Bangladesh Violence,Bangladesh BM College,Government Brojomohun College,Barishal,Jibanananda Das,Barisal

ইন্ডিয়া হুড ডেস্ক: বাংলাদেশে নয়া অন্তর্বর্তী সরকার গঠনের পর সেখানকার পরিস্থিতি গত কয়েক মাসের তুলনায় বেশ কবজা করা হয়েছে। স্বাভাবিক হয়েছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান সহ পরিবহন ব্যবস্থা। সেখানকার হিন্দুদের একাংশ এখন নিরাপদ রয়েছে। আর এই আবহেই এবার বাংলাদেশে বরিশালে সরকারী বিএম কলেজের চত্বর উঠে এল খবরের শিরোনামে। ওই চত্বরের নাম আসলে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের নামে রাখা হয়েছিল। এবার সেই নাম পরিবর্তনে উঠে পড়ে লাগল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

নাম পরিবর্তনে সামিল বৈষম্য বিরোধী ছাত্ররা

গত ১৫ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালে সরকারি বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ চত্বরের নাম পরিবর্তন করা হয়। নয়া নাম রাখা হয় শহীদ তাহিদুল চত্বর। যা ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করেন বিএম কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সাহাবুদ্দিন মিঞা। এর আগে, ওইদিনই দুপুরে প্রথমে কলেজের জিরো পয়েন্টের নাম বদলে শহীদ তাহিদুল চত্বর নামকরণ করার কথা ছিল কয়েকজন ছাত্রের। কিন্তু পরে জিরো পয়েন্টের নাম অপরিবর্তিত রেখে কবি জীবনানন্দ দাশ চত্বরের নাম পরিবর্তন করা হয়। সেদিনের সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের অন্যতম সমন্বয়ক সাহাবুদ্দিন মিয়াফেসবুক লাইভ করে বলেন, ‘জিরো পয়েন্ট নয়, আমরা কবি চত্বরকে শহীদ তাহিদুল চত্বর নামে ঘোষণা করলাম আজ থেকে।’

WhatsApp Community Join Now

ফেসবুক লাইভে কী বললেন সাহাবুদ্দিন মিয়া?

এছাড়াও সেই ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘সরকারি বিএম কলেজ শতবর্ষের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই কলেজকে বাদ দিয়ে সংগ্রাম করার কথা কখনোই ভাবা যায় না। আজকে কলেজের জিরো পয়েন্টকে শহীদ তাহিদুল চত্বর নামকরণ করা হয়েছে। যারা নামকরণ করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কিন্তু কলেজের ঐতিহ্য ও সমৃদ্ধি ভুলে গেলে সেটা মূর্খতার সমান হয়ে যায়। তাই আমি এই লাইভের মাধ্যমে সকলকে বলতে চাই, প্রতিটা কলেজে জিরো পয়েন্ট থাকে। বিএম কলেজের এই জিরো পয়েন্ট একটা ঐতিহ্যবাহি জায়গা ও অনেক স্মৃতি রয়েছে এখানে। তাই আমরা জিরো পয়েন্ট এর নাম অপরিবর্তিত রেখে কবি চত্বরের নাম শহীদ তাহিদুল চত্বর হিসেবে ঘোষণা করেছি।’ সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করেন সাহাবুদ্দিন মিঞা।

কিন্তু এই লাইভ নিয়েও অনেকের মনে ধন্দ না কাটায় তা যাচাই করতে সাহাবুদ্দিন মিঞাকে ফোন করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রত্যেক কলেজের জিরো পয়েন্ট ঐতিহ্যবাহী জায়গা। সেই নামটি অপরিবর্তিত থাকবে। তার বদলে কবি চত্বরের নাম পরিবর্তন করে শহীদ তাহিদুল চত্বর নাম ঘোষণা করা হয়েছে। কলেজের আরও কয়েকটি চত্বরের নাম পরিবর্তন করব আমরা।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন