ইন্ডিয়া হুড ডেস্কঃ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দলকে যে পাকিস্তানে পাঠাচ্ছে না বিসিসিআই, তা প্রায় নিশ্চিত। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড BCCI-র এমন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ। এর আগে এশিয়া কাপের সময়েও ভারত বেঁকে বসায় হাইব্রিড মডেলে হয়েছে সেই টুর্নামেন্ট। যার কারণে পাকিস্তানের অনেক ক্ষতিও হয়। আর এবার এমন সম্ভাবনা তৈরি হওয়ায় PCB আগেই BCCI-কে হুমকি দিয়েছে। তাঁরা জানিয়েছে যে, ভারত এ দেশে খেলতে না এলে, পাকিস্তান দলও আসন্ন ২০২৬ T20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। এই নিয়ে দহরম মহরম চলার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা চরম আশঙ্কা জাহির করেছেন।
PCB-র প্রাক্তন প্রধান খালিদ মেহমুদ জানিয়েছেন যে, ‘ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যদি না আসে, তাহলে পিসিবি এবং আইসিসি দুজনারই ক্ষতি হবে।’ খালিদ জানান যে, ‘এটার খুবই কম সম্ভাবনা রয়েছে যে, ভারতীয় দল পাকিস্তানে আসবে। ভারত সবথেকে বড়লোক ক্রিকেট বোর্ড। ওদের রোয়াব চলে। তাই ওরা যদি পাকিস্তানে দল না পাঠায়, তাহলে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের মতো দেশও ওদের দেখানো রাস্তায় চলতে পারে।’
খালিদ মেহমুদ ১৯৮৯ ১র ১৯৯৯ সালে পাকিস্তানের জুনিয়র আর সিনিয়র টিমের ম্যানেজার হিসেবে ভারতে এসেছিলেন। মেহমুদ জানান যে, ‘ভারতীয় দল যদি পাকিস্তানে না আসে, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির রাজস্বে ক্ষতি হবে। আয়োজনের খরচ বেশি হবে আর আয় কম হবে।’ মেহমুদ নিজের দেশের ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে বলেন যে, ‘PCB-র উচিৎ খেলা থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে নিজেদের নীতি পালন করা।’
উল্লেখ্য, ২০০৫-০৬ সালে শেষবারের মতো ভারতীয় দল পাকিস্তানে গিয়েছিল। এরপর ২০০৯ সালের মার্চ মাসে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কার দলের উপর জঙ্গি হামলা ঘটে। এই ঘটনার পর দীর্ঘকাল কোনও দলই পাকিস্তানে যায়নি। পাকিস্তানকে সিরিজের আয়োজন করতে হত অন্য দেশে। যার জেরে বিশাল ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। গতবারের এশিয়া কাপ নিজেদের দেশে আয়োজন করে কিছুটা লাভ করতে চাইলেও, ভারতীয় দল না যাওয়ায় সেই আশাও ভেঙে যায় তাঁদের।