ইন্ডিয়া হুড ডেস্ক: বাংলাদেশের ছাত্র বিক্ষোভ এতটাই ভয়ংকর আকার ধারণ করেছিল যে রীতিমত সরকারের গদি নড়ে উঠেছিল। দেশ জুড়ে ওলট পালট হয়ে গিয়েছিল আইন কানুন। রাস্তায় রাস্তায় উধাও হয়ে গিয়েছিল পুলিশ। যার ফলে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছিল সেই দেশের ছাত্র-যুবকরা। অবস্থা এতটাই খারাপ ছিল যে বহু পুলিশ কর্মী থানায় আসতেই ভয় পাচ্ছিলেন।
এই আবহে বাংলাদেশে নয়া অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন মহম্মদ ইউনূস। যার ফলে অবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। খুলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুলিশেরা ধীরে ধীরে তাঁদের পেশায় মনসংযোগ করা শুরু করেছে। কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে বেশ কিছু বাংলাদেশী পুলিশ কর্মী ভারতে আসার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু কেন? সম্পূর্ণটা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
কেন ভারতে চলে আসছেন বাংলাদেশী পুলিশরা?
সূত্রের খবর, পুলিশের সদর দফতর থেকে গত ১২, ১৪ ও ১৫ আগস্ট ৫৫ পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। এমনকি গত রবিবার এ ধরনের আরও ১০০ জনের বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আবদেনকারীদের মধ্যে বেশীরভাগ রয়েছেন সার্জেন্ট, SI, ASI ও কনস্টেবল। তাদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। তাই তাদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।
কী বলছেন মহাপরিদর্শক ময়নুল ইসলাম?
কিন্তু এর আগে এত বাংলাদেশী পুলিশের চিকিৎসার জন্য ভারতে আসার হিড়িক দেখা যায়নি। তবে সম্প্রতি বাংলাদেশে চিকিৎসার জন্য এত পুলিশ কর্মীর ভারতে যাওয়াকে ঠিক স্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম জানান, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যারা আবেদন করেছেন, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।’