সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছিল পাকিস্তানে। দিন যত এগোতে থাকছে, ততই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা উন্নতির বদলে অবনতির পথে হাঁটছে। দেশে একের পর এক সমস্যায় জর্জরিত হওয়ায় সেখানকার মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মাত্র পাঁচদিনের পেট্রল পড়ে ছিল হাতে। বেড়েছিল জলের সংকটও। দেউলিয়া হওয়ার মুখেও পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে এক বিস্ফোরক তথ্য উঠে এল। যা শুনলে চমকে উঠবেন আপনিও।
পাকিস্তানে তেল ও গ্যাসের ঘাটতি
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিম্নতর হয়ে যাওয়ার পরিস্থিতিতে হাল ছেড়েছে বেশ কয়েকটি কোম্পানি। আর তারপরেই তেল ও প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, গত বছর তেল ও গ্যাস উত্তোলনের সঙ্গে জড়িত 10 টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। যার দরুন পাকিস্তানে তেলের উৎপাদন প্রায় 50 শতাংশ কমে গেছে। পাকিস্তান প্রতি বছর পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানিতে প্রায় 1.91 লক্ষ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে 1.33 লক্ষ কোটি টাকা পেট্রোল ও ডিজেলে এবং 54 হাজার কোটি টাকা গ্যাসে খরচ হয়। তবে এবার হয়ত ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাকিস্তানের।
আশার আলো পাকিস্তানের নাগরিকদের মনে
সম্প্রতি জানা গিয়েছে সেখানকার বিজ্ঞানীরা পাকিস্তানে একটি কূপ পেয়েছে যেখানে তেল ও প্রাকৃতিক গ্যাসের অসীম ভান্ডার রয়েছে। আর এই সংবাদ পাকিস্তানের জন্য যেন আশার আলো নিয়ে এসেছে। যেই কারণে এতদিন পাকিস্তানের নাগরিক প্রাকৃতিক গ্যাসের ঘাটতির সঙ্গে লড়াই করছিল। সেটার দিন অবশেষে শেষ হতে চলেছে। গতকাল অর্থাৎ সোমবার পাকিস্তানের Mari Petroleum Company Limited (MPCL)ও বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটি বলেছে যে তারা সিন্ধুর ডাহারকি জেলায় তেল ও গ্যাসের মজুদ আবিষ্কার করেছে। সংস্থাটি তার বিবৃতিতে আরও বলেছে যে 2024 সালের জানুয়ারিতে খনন করা শাওয়াল-1 কূপটি মোট 1,136 মিটার গভীরতায় পৌঁছেছিল। এই কূপ থেকে প্রতিদিন 1,040 ব্যারেল তেল এবং 2.5 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে।পাশাপাশি কোম্পানির CEO ফাহিম হায়দার বলেন, গোটা ঘটনাই বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি এই সাফল্যকে সমস্ত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য এক ঐতিহাসিক জয় হিসাবে বিবেচনা করেছেন।
যারা এই আবিষ্কারের মাধ্যমে পাকিস্তানের নাগরিকের মনে আনন্দ ভরিয়ে দিয়েছে। তিনি আরও বলেছিলেন যে MPCL 2024 সালের জানুয়ারিতে খাইবার-পাখতুনখওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় গ্যাস আবিষ্কার করার পরে এই সাফল্য এসেছে।জানা যায় এর আগে, সরকারী পেট্রোলিয়াম কোম্পানি Pakistan Petroleum Limited (PPL) নভেম্বর 2023 সালে সিন্ধুর সাজওয়াল জেলায় প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছিল। শাহ বন্দরে 2,545 মিটার গভীরে খনন অভিযানের পরে এই সাফল্য অর্জিত হয়েছে।