দুই বছরে মোট কত আয় হল পদ্মা সেতু থেকে? হিসেব দেখে ঘুম উড়ল সবার

Published on:

Padma Bridge

ইন্ডিয়া হুড ডেস্ক: ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ঠিক তার পরদিন সাধারণ মানুষের যানবাহন চলাচল শুরু হয়। দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল। পাশাপাশি গত বছর ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দিয়ে ট্রেন চলাচলও উদ্বোধন করেন। অবশ্য যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত বছর ১ নভেম্বর। কিন্তু সম্প্রতি এই পদ্মা সেতু নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।

গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে কর্তৃপক্ষের বোর্ড মিটিং এর আয়োজন করা হয়েছিল। পরে মিটিং শেষে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেই সন্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর এই দিনেই সেতু সম্পর্কে এক বিরাট আপডেট দিলেন সেতু মন্ত্রী।

WhatsApp Community Join Now

পদ্মা সেতু নিয়ে বড় ঘোষণা সেতু মন্ত্রীর

ওবায়দুল কাদের জানান, ‘এই পদ্মা সেতু নির্মাণের জন্য প্রায় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয় হয়। বর্তমানে এখন এই সেতু নির্মাণে প্রায় ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। সেতুর টোল থেকে হওয়া আয় দিয়ে ছয় কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা সরকারের অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুনঃ

এছাড়াও সেতু মন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনটি ঐতিহাসিক দিন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। নিজের টাকায় এই সেতু নির্মাণ করে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ এছাড়া টোল ট্যাক্স হিসেবে তিনি জানান, ‘পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর ২ বছরে সর্বমোট ১ হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায় হয়েছে। অর্থাৎ ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন