ইন্ডিয়া হুড ডেস্কঃ গ্যাস বুক করার সময় পকেট থেকে একসাথে মোটা টাকা যায়। কিন্তু জানেন কি এবার থেকে সেই খরচ থেকে কিছুটা রেহাই পেতে পারেন আপনি। আজ আপনাদের এমন অভিনব উপায় সম্বন্ধে জানাতে চলেছি যেখানে গ্যাস বুক করলেই মিলবে মোটা অঙ্কের ক্যাশব্যাক! অর্থাৎ এবার আরো সাশ্রয় করতে পারবেন আপনি। তাহলে চলুন জানানো যাক কি উপায়ে হবে এই সাশ্রয়।
আসলে গ্যাস বুক করার সময় পেয়ে যাবেন সোজা ১০০ টাকার বাম্পার ডিসকাউন্ট। গ্যাস বুক করলে যে ৮২৯ টাকা লাগতো সেটাই এখন লাগবে ৭২৯ টাকা! তবে এজন্য করতে হবে একটি ছোট্ট কাজ। আপনার ফোনে UPI পেমেন্ট, রিচার্জ, ইত্যাদির জন্য রয়েছে একগুচ্ছ অ্যাপ। সেখান থেকে গ্যাস বুক করলে সস্তায় পেয়ে যাবেন রান্নার গ্যাস। এক্ষেত্রে Paytm থেকে সিলিন্ডার বুক করলে পেয়ে যাবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
Paytm এর মাধ্যমে কীভাবে গ্যাস সিলিন্ডার বুক করলে ক্যাশব্যাক মিলবে?
Paytm যে অফার দিচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে, প্রতিমাসের প্রথম তিনটি রিচার্জের ওপর ব্যবহারকারীদের ক্যাশব্যাক দিচ্ছে Paytm। একদম স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে অফারটির সুবিধাভোগ করতে পারেন আপনি।
এভাবে নিন ফায়দা
- ১) অফারটি কার্যকর করার জন্য প্রথমেই আপনাকে Paytm অ্যাপে লগইন করে নিতে হবে।
- ২) সেখান থেকে যেতে হবে বিল পেমেন্ট অপশনে।
- ৩) এবার Pay Your Home Bills অপশনটি খুঁজে নিয়ে Book Gas Cylinder অপশনে ক্লিক করুন।
- ৪) এতদূর আসার পর এবার সহজেই আপনি নিজের গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থার নাম বেছে নিন।
- ৫) অতঃপর গ্যাস সিলিন্ডারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ফিল করে বেশ সহজেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।
আরও পড়ুনঃ চুপিসারে পরিবর্তন, DA-র পর কর্মচারীদের আরও একটি উপহার! শুধু এরাই পাবেন সুবিধা
আপনি যদি বাড়ির গ্যাসের জন্য সিলিন্ডার বুক করেন তাহলে Paytm এর তরফে ১০ টাকা থেকে ১০০ টাকা অবধি ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।